Scores

ইংল্যান্ড সফরের পাকিস্তান দলের ‘১০’ জনেরই করোনা!

পাকিস্তানের ক্রিকেটে ফেরার স্বপ্নে বড় ধাক্কা লাগলো। ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত ২৯ সদস্যের স্কোয়াডের ১০ জনেরই করোনা ধরা পড়েছে।

ইংল্যান্ড সফরের পাকিস্তান দলের '১০' জনেরই করোনা!

ইংল্যান্ডে আগামী আগস্ট-সেপ্টেম্বরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। করোনার ঝুঁকি এড়াতে ইংল্যান্ডে পৌঁছে সফরকারী দলকে থাকতে হবে কোয়ারেন্টিনে। এজন্য আগামী ২৮ জুনই পাকিস্তান দলের ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল।

Also Read - সিপিএল খেলবেন না গেইল


সেই লক্ষ্যে দলের সদস্যদের করোনা শনাক্তের পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় ২৯ খেলোয়াড়ের ১০ জনের দেহেই করোনার উপস্থিতি মিলেছে। এতে পাকিস্তানের ইংল্যান্ড সফর নিয়ে নতুন দুশ্চিন্তা তৈরি হল।

নমুনা সংগ্রহের পর সোমবার ফলাফল জানা গিয়েছিল ৫ ক্রিকেটারের। তার মধ্যে তিন ক্রিকেটারের (হায়দার আলী, শাদাব খান ও হারিস সোহাইল) করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। এরপর আরও ৭ জন ক্রিকেটারের দেহে করোনা থাকার খবর এসেছে মঙ্গলবার (২৩ জুন)। এই ৭ জন ক্রিকেটার হলেন- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ।


স্কোয়াড ঘোষণার সময় পিসিবি ৪ জন খেলোয়াড়কে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছিল। তবে করোনায় আক্রান্ত ক্রিকেটারের সংখ্যা স্ট্যান্ডবাই খেলোয়াড়ের সংখ্যার দ্বিগুণেরও বেশি। শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, করোনা ধরা পড়েছে সাপোর্ট স্টাফেও। সাপোর্ট স্টাফের সদস্য মালাং আলীও করোনায় আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছেন নমুনা পরীক্ষার পর।

তবে করোনা পরীক্ষায় উতরে গেছেন আবিদ আলী, আসাদ শফিক, আজহার আলী, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, ইফতিখার আহমেদ, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহাইল খান ও ইয়াসির শাহ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘ভারত নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিশ্ব ক্রিকেটের স্বার্থ ক্ষুণ্ণ করছে’

অস্ট্রেলিয়া সফর নিয়ে এ কেমন ‘চাওয়া’ গাঙ্গুলির!

ফাইনালে ‘অদ্ভুত’ নিয়মের হার এখনো পোড়ায় নিউজিল্যান্ডকে

ক্যারিয়ার বাঁচাতে আর দুই ম্যাচ সুযোগ পাবেন বাটলার!

‘ফ্যান সাবস্ক্রিপশন’ চালু করল বিডিক্রিকটাইম