
ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তানের লেগ স্পিনার শাদাব খান। ভাইরাসের সংক্রমণের কারণে কমপক্ষে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে শাদাব খানকে।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডের একজন সদস্য শাদাব খান। বিশ্বকাপের জন্য অনুপযুক্ত হলে আইসিসির অনুমতি ছাড়াই ২৩ মে’র আগে শাদাব খানের পরিবর্তে অন্য একজন ক্রিকেটারকে দলে নিতে পারবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। [পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে তিনিই একমাত্র পুরোদস্তর স্পিনার।
এখন পর্যন্ত ভাইরাসের প্রকৃতি সম্পর্কে জানা যায়নি বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে “৩১ মে ট্রেন্টব্রিজে উইন্ডিজের বিপক্ষে আইসিসি বিশ্বকাপে পাক্সিতানের প্রথম ম্যাচের আগে শাদাব খানকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে ইংল্যান্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য সাক্ষাৎ করাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।”
৫ মে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড বনাম পাকিস্তানের একমাত্র টি-২০। এরপর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। চলবে ১৯ পর্যন্ত। বিশ্বকাপের স্কোয়াডের ১৫ জনের সাথে এ সিরিজের দলে রয়েছেন মোহাম্মদ আমির আর আসিফ আলি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এ সিরিজের জন্য শাদাব খানের বদলি ক্রিকেটার নেওয়া হবে হবে।
২০ বছর বয়সী শাদাব খান এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে খেলেছেন ৩৪ টি আন্তর্জাতিক ওয়ানডে। শিকার করেছেন ৪৭ টি। ১৬ ইনিংসে ব্যাটিং করে সংগ্রহ করেছেন ২৯৪ রান।
পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন এবং হারিস সোহেল।
ইংল্যান্ডের সফরের জন্য সংযুক্তি: মোহাম্মদ আমির, আসিফ আলি।
Wrist spinner Shadab Khan has been ruled out of the series against England after tests revealed a virus that will require treatment and rest for, at least, four weeks.
More Details ⬇️ https://t.co/gOvEdoW2b2— PCB Official (@TheRealPCB) April 21, 2019
আরো পড়ুন : সৌম্যর ঝড়ো সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে আবাহনী