Scores

ইংল্যান্ড সফর নিয়ে শান্ত’র কন্ঠে তৃপ্তির সুর

সফল ইংল্যান্ড সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। বৃষ্টির বাগড়ায় সফরের সবকয়টি ম্যাচে খেলতে না পারলেও, সম্পন্ন হওয়া ম্যাচগুলোর পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ইংল্যান্ড সফরের এইচপি দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ইংল্যান্ড সফর নিয়ে শান্ত'র কন্ঠে তৃপ্তির সুর

দেশে ফিরে মঙ্গলবার ইংল্যান্ড সফরের কথা জানান শান্ত। আর ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে শান্ত’র কন্ঠে মিললো তৃপ্তির সুর। তৃপ্তির সুর থাকবেই না কেন? ইংল্যান্ড সফরে অচেনা আবহাওয়া, অচেনা উইকেটে দলের দাপুটে জয়ের সাথে নিজের ধারাবাহিকতা ও দূর্দান্ত ব্যাটিং স্বাভাবিকভাবেই তৃপ্তির পারদে যে কোন ক্রিকেটারের জন্যই যোগ করবে নতুন মাত্রা। শান্ত’র ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।

Also Read - বিপিএলে সাকিবের মূল্য কোটি ছাড়িয়ে!


ইংল্যান্ড সফরে মোট চার ইনিংসে ব্যাট করে সমান দুই শতক ও অর্ধশতকে ৩৯৪ রান করেছেন শান্ত। প্রতিকূল কন্ডিশন মোটেও সহজ ছিল না মানছেন শান্ত, তবে পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে পারায় সফরের প্রতিটি ইনিংসই উপভোগ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবগুলো ম্যাচই খুব ভালভাবে শেষ করে এসেছি। ইংল্যান্ডে অনেক বেশি ঠান্ডার মধ্যে খেলা অনেক কঠিন ছিল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে আমরা ভাল খেলেছি। উইকেটে বাউন্স, সুইং সবই ছিল। পরিস্থিতি অনুযায়ী ব্যাট করেছি। সবগুলো ইনিংসই উপভোগ করেছি। খেলার সময় উইকেট বা কন্ডিশনের কথা মাথায় না এনে নিজের মতো ব্যাট করেছি।’

এইচপি দলের অধিনায়ক হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন শান্ত। হঠাৎ করে এত বড় দায়িত্ব পাওয়াটা ঠিক কীভাবে নিয়েছিলেন শান্ত, অধিনায়কত্ব বাড়তি চাপ সৃষ্টি করছিল কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘কীভাবে কী হবে তা নিয়ে একটু ভাবনা ছিল। অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এইচপির হয়ে তিন ম্যাচে অধিনায়কত্ব করেছি। ইংল্যান্ডে সেই অভিজ্ঞতাটা অনেক কাজে দিয়েছে। দায়িত্বটাও উপভোগ করেছি।’

সফরে শান্ত’র কাজটা আল-আমিন জুনিয়র, সাদমান ইসলাম, জাকির হাসানরা সহজ করে দিয়েছেন বলে সতীর্থদের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘সাদমান, জাকির, আল আমিনরা খুব ভাল ব্যাটিং করেছে। অফ স্পিনার মেহেদী ভাল করেছে দলের পেসারদের সঙ্গে। আমরা দল হিসেবে খুব ভাল ক্রিকেট খেলেছি।’

সফল সফর শেষে দেশে ফিরে এখন নাজমুল হোসেন শান্ত’র নজরে চলমান ১৯তম জাতীয় ক্রিকেট লিগ। বিপিএল শুরুর আগে নিজের সেরাটা জাতীয় লিগে দেওয়ার প্রত্যয় তাঁর।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

১৯ আগস্ট আবারো শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই

দুর্জয়ের এইচপি ইউনিট ভাবনা

অভিজ্ঞতা অর্জনের দিকে দৃষ্টি বিজয়ের

অস্ট্রেলিয়া সফরে ভালো করতে চান লিখন

‘আমি অনেক পরিণত হয়েছি’