ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন আরও এক পেসার
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের অলরাউন্ডার স্টোকসসহ পাঁচ জন পেস বোলার নিয়েছে একাদশ গড়েছে ইংল্যান্ড। এছাড়াও স্কোয়াডে আছেন আরও দুইজন পেসার। অভিষেকের অপেক্ষায় থাকার পেসার ওলি রবিনসনকেও দ্বিতীয় টেস্টের আগে দলভুক্ত করা হয়েছে।
উদীয়মান পেস বোলার রবিনসন বব উইলিস ট্রফিতে সাসেক্সের পক্ষে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন। কেন্টের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিলেও সেখান থেকে তাকে ডেকে নেওয়া হয়েছে জাতীয় দলে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে রবিনসনকে দলভুক্ত করা হলো।
Also Read - সতীর্থদের পর এবার বোর্ডের বিরুদ্ধে একই অভিযোগ কানেরিয়ারতবে এখনই দলের সাথে অনুশীলনে যোগ দিতে পারছেন না রবিনসন। শনিবারের (৮ আগস্ট) পরে আগামী সোমবারের (১০ আগস্ট) দ্বিতীয়বার কোভিড-১৯ পরীক্ষার পরে নেগেটিভ ফলাফল পেলে দলের সাথে যোগ দেওয়ার অনুমতি পাবেন ২৬ বছর বয়সী এই পেস বোলার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও তিনি ডাক পেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি তার। দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাকলেও শেষ পর্যন্ত অভিষেকটা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কারণ, দলে আরও আছেন জফরা আর্চার, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, স্যাম কারান ও মার্ক উড।
জাতীয় দলের পক্ষে এখনো অভিষেক না হলেও প্রথম শ্রেণির ক্রিকেট অভিজ্ঞ এক ক্যারিয়ার রয়েছে রবিনসনের। দীর্ঘ পরিসরের এই সংস্করণে ৫৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২৪৪টি উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। এর আগেও কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছেন।
প্রসঙ্গত, পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট)।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।