Scores

ইউটিউবার ও চিকিৎসক ধনশ্রীর সাথে বাগদান সারলেন চাহাল

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ভারতীয় ক্রিকেটার যুযবেন্দ্র চাহাল। টিকটক ভিডিও দিয়ে একটা সময় তো আলোচনার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছিলেন। সেই চাহাল বিয়েও করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের এক পরিচিত মুখকে। 

ইউটিউবারের সাথে বাগদান সারলেন চাহাল

ধনশ্রী ভার্মা নামের এই নারী খ্যাতি পেয়েছেন ইউটিউবার হিসেবে। ইউটিউবার ছাড়া আরও দুটি পরিচয় আছে চাহালের হবু স্ত্রীর। একাধারে তিনি কোরিওগ্রাফার, আবার মেডিকেল সাইন্সে পড়ালেখা করে লাগিয়েছেন চিকিৎসক তকমাও। ধনশ্রী বার্মা নামে একটি প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতাও তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চাহালের মতই সরব। নানা গুণে গুণবতী চাহালের স্ত্রীকে নিয়ে চাহালের ভক্তরা মেতেছেন আলোচনায়।

Also Read - নতুন নিয়মে বিপাকে আইপিএলের তিন দল


করোনার কারণে দীর্ঘদিন খেলা থেকে দূরে ছিলেন চাহাল। কদিন পর ব্যস্ত হয়ে পড়বেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে, যেখানে খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। তার আগে সেরে ফেললেন বাগদান। এতদিন গোপন ছিল, চাহাল কাকে বিয়ে করছেন বা কার সাথেই চলছে প্রণয়। এবার বাগদানের ঘোষণা দিয়েছেন নিজেই।

টুইটারে দুজনের হাস্যজ্বল ছবি সংযুক্ত করে চাহাল লিখেছেন, ‘আমরা হ্যাঁ বলেছি, আমাদের পরিবারও হ্যাঁ বলেছে।’

এর আগে বেঙ্গালুরুর অভিনেত্রী তানিশকা কাপুরের সাথে চাহালের প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন উঠেছিল। দুজনের অন্তরঙ্গ ছবিও ঘুরে বেড়াত সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও চাহাল বরাবরই দাবি করেছেন, তানিশকা কেবলই তার বন্ধু। তার সেই দাবি এবার পরিপক্বতা পেল ইউটিউবার, কোরিওগ্রাফার ও চিকিৎসক ধনশ্রীর সাথে বাগদান সম্পন্ন করায়!

 

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বোলিংয়ে নতুন অস্ত্র যোগ করছেন রশিদ

৬টি কেক কেটে যুবরাজের ‘৬ ছক্কা’র বর্ষপূর্তি উদযাপন

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর