
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ডগ ব্রেসওয়েল।

দীর্ঘ সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ওয়ানডেতে ফিরেই নিজেকে প্রমাণ করেছেন নিশাম। তবে দারুণ সময় কাটানোর পর দুসংবাদ পেলেন এই কিউই অলরাউন্ডার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়েছেন জেমস নিশাম।
যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছেনা এই অলরাউন্ডারের। তার বদলি ডাক পেয়েছেন ব্রেসওয়েল। একমাত্র টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।
নিউজিল্যান্ড ক্রিকেট দলের ফিজিও জানিয়েছে কয়েকদিনের মধ্যেই আবারো মাঠে ফিরতে পারবেন নিশাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ব্যাট হাতে ১২৩ রানের পাশাপাশি বল হাতে ৬ উইকেট নিয়েছেন নিশাম। এই মাসেই নিউজিল্যান্ড সফর করবে ভারত। তাই নিশাম চাইবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সুস্থ হয়ে মাঠে নামতে।
নতুন বছরে দেশের চেয়ে বিদেশের মাটিতেই বেশি খেলা বাংলাদেশের। রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলন্কা ছাড়াও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। দেখে নিন ২০১৯ সালের বাংলাদেশের সব সিরিজসূচি⤵ https://t.co/dPL8fbTMPE
— bdcrictime.com (@BDCricTime) December 24, 2018
আরও পড়ুনঃ ঐতিহাসিক সিরিজ জয়ে ভারতকে পুরস্কৃত করলো বিসিসিআই