Scores

ইঞ্জুরিতে দল থেকে ছিটকে গেলেন নিশাম

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম। তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ডগ ব্রেসওয়েল।

হার দিয়ে সিরিজ শুরু শ্রীলঙ্কার
জেমস নিশাম। ছবিঃ এএফপি

 

দীর্ঘ সময় পর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। ওয়ানডেতে ফিরেই নিজেকে প্রমাণ করেছেন নিশাম। তবে দারুণ সময় কাটানোর পর দুসংবাদ পেলেন এই কিউই অলরাউন্ডার। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরির শিকার হয়েছেন জেমস নিশাম।

Also Read - ঐতিহাসিক সিরিজ জয়ে পুরস্কার পাচ্ছেন কোহলিরা

যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলা হচ্ছেনা এই অলরাউন্ডারের। তার বদলি ডাক পেয়েছেন ব্রেসওয়েল। একমাত্র টি-টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ড দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি।

নিউজিল্যান্ড ক্রিকেট দলের ফিজিও জানিয়েছে কয়েকদিনের মধ্যেই আবারো মাঠে ফিরতে পারবেন নিশাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ব্যাট হাতে ১২৩ রানের পাশাপাশি বল হাতে ৬ উইকেট নিয়েছেন নিশাম। এই মাসেই নিউজিল্যান্ড সফর করবে ভারত। তাই নিশাম চাইবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সুস্থ হয়ে মাঠে নামতে।

আরও পড়ুনঃ ঐতিহাসিক সিরিজ জয়ে ভারতকে পুরস্কৃত করলো বিসিসিআই

Related Articles

নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা বুধবার

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে কোহলির তিন অ্যাওয়ার্ড

আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজ

প্রাইজমানি না পেয়ে সিএর উপর ক্ষুব্ধ গাভাস্কার