Scores

ইঞ্জুরিতে মুস্তাফিজ, খেলছেন না প্রথম ওয়ানডেতে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে দুঃসংবাদ পেল বাংলাদেশ। অনুশীলনের সময় পায়ে চোট পাওয়ার ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রবিবার মাঠে নামা হচ্ছে না তরুণ প্রতিভাবান পেসার মুস্তাফিজুর রহমানের।
ইঞ্জুরিতে মুস্তাফিজ, খেলছেন না প্রথম ওয়ানডেতে

কিম্বার্লির ডায়মন্ড ওভাল মাঠে প্রথম ওয়ানডের আগের দিন রোজ শনিবার  ফুটবল খেলে গা-গরমের অনুশীলন করার সময় পা মচকে যায় কাটার-মাস্টার খ্যাত মুস্তাফিজের। যারফলে আজকের ম্যাচের একাদশ থেকে ছিটকে যেতে হচ্ছে তাঁকে।

মুস্তাফিজুর রহমানের ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরের ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু। কিম্বার্লিতে বাংলাদেশের একাদশে বাঁহাতি এই পেসারকে দেখা যাবে না জানিয়ে তিনি বলেন, ‘দুপুরে ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় মোস্তাফিজের অ্যাংকেল মচকে যায়। আজ প্রথম ওয়ানডেতে তাঁর না খেলা নিশ্চিত।’

Also Read - ওয়ানডেতে বাংলাদেশ ভয়ঙ্করঃ ডু প্লেসিস


প্রথম ওয়ানডে মুস্তাফিজকে পাচ্ছে না বাংলাদেশ এটা নিশ্চিতভাবে জানা গেলেও ২২-বছর-বয়সী এই পেসারকে প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে খেলতে দেখা যাবে কিনা এবিষয়ে এখনো পর্যন্ত পাওয়া যায়নি সুনির্দিষ্ট কোন উত্তর। প্রধান নির্বাচককে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘পরের ম্যাচে খেলতে পারবেন কিনা, সেটা বোঝা যাবে আজ তার পায়ের অবস্থা দেখে।’

এদিকে চোট থেকে সেরে উঠলেও কিম্বার্লিতে স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে দলের ব্যাটিং লাইন-আপের অন্যতম স্তম্ভ তামিম ইকবালকে পাওয়া যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। বিভিন্ন সূত্র মারফত পাওয়া তথ্য অনুযায়ী রবিবার তাঁর না খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে প্রস্তুতি ম্যাচের মতো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ইমরুল কায়েসের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যেতে পারে সৌম্য সরকারকে।

তাছাড়া ঘরের মাঠে শক্তিশালী প্রোটিয়াদের বিপক্ষে ডায়মন্ড ওভালের উইকেটের কথা মাথায় রেখে একাদশে সাত ব্যাটসম্যানের সাথে চার পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা প্রবল বাংলাদেশের। সেক্ষেত্রে এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পদচারণা শুরুর সম্ভাবনা রয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীনের।

উল্লেখ্য, দু’দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার দুপুর ২টায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সমালোচনাকারীদের জবাব দিতে ব্যর্থ সৌম্য

লিখন-রিশাদকে দলে না নেওয়ায় বরখাস্ত দুই কোচ!

ভারত সফরের টি-টোয়েন্টি দলে একাধিক চমক

বিপিএল: প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত

ফিল্ডিংয়ের ‘বেসিক’ জানেন না জাতীয় দলের অনেকেই!