Scores

ইঞ্জুরির বর্তমান অবস্থা ব্যাখ্যা মাহমুদউল্লাহ’র

সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার ইঞ্জুরির পর এই তালিকায় যুক্ত হয়েছেন দেশের পঞ্চপাণ্ডবের আরেকজন মাহমুদউল্লাহ রিয়াদও। ইঞ্জুরির অবস্থা এখন কেমন? কবে নাগাদ সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন রিয়াদ? শনিবার ভক্তদের সাথে এক মিলনায়তনে এসকল প্রশ্নের উত্তর দিলেন তিনি।

ইঞ্জুরির অবস্থা ব্যাখ্যা মাহমুদউল্লাহ'র

রাজধানীর কৃষীবিদ ইন্সটিটিউটে স্পোর্টস হাব আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় ভক্তদের মুখোমুখি হন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিয়াদ। এসময় ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সম্প্রতি জানা গেছে মুশফিকের মতো পাঁজরের ইঞ্জুরিতে ভুগছেন তিনি। তার ইঞ্জুরির বিষয়ে এক ভক্ত জানতে চাইলে তিনি জানান,

Also Read - এবারও রংপুর রাইডার্সের লক্ষ্য সেরা চার‘ওয়েস্ট সিরিজের সময় পিঠের পেশিতে টান লাগে। এরপর তা নিয়ে সিপিএলেও (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলা হয়। এরপর চোট নিয়ে এশিয়া কাপেও মাঠে নামি যার ফলে পিঠের পেশির হালকা চোটটা কিছুটা পাঁজরের দিকে মোড় নেয়।’

তবে এই মুহূর্তে ভালো আছেন এবং খুব শীঘ্রই আগেই পুরোদমে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন আশাবাদ ব্যক্ত করে এসময় তিনি আরও জানান,


‘ক্রিকেটার, অ্যাথলেটদের টুকটাক চোট সমস্যা থাকবেই। তা সত্ত্বেও খেলে যেতে হবে। আশা করি খুব শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে পুরনো উদ্যমে মাঠে ফিরব।’

চলতি মাসে দুই টেস্ট ও তিন ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরে আসার আগে ইঞ্জুরিতে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আসন্ন সফরটিতে শঙ্কা জেগেছে মুশফিকুর রহিমের খেলা নিয়েও। তার সাথে বাড়তি দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মাশরাফি মুর্তজার হাতের ইঞ্জুরি।

এতসব ইঞ্জুরির দুঃসংবাদের মধ্যে মাহমুদউল্লাহ রিয়াদের সেরে ওঠার পথে থাকার খবর কিছুটা হলেও স্বস্তি আনছে দেশের ক্রিকেট ভক্তদের মনে।


আরও পড়ুনঃ বুলবুল-পুত্রের বিশ্বজয়

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ফুটবলার বাবার অনুপ্রেরণাতেই ক্রিকেটার হওয়া তামিম-নাফিসের

ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে না পারার আক্ষেপ নাফিসের

তামিমের শটে হাড় ভাঙলেও নিজেকেই দুষছেন নাফিস

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিলেন তামিম

ভারতের বিপক্ষে জয় মানে অন্যকিছু: তামিম