Scores

ইঞ্জুরি নিয়ে খেলে নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়ার্নার

ইঞ্জুরি থেকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে এখন মনে করছেন সে সিদ্ধান্ত চরম ভুল ছিল তার।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন ওয়ার্নার। চোটের কারণে তখনই মাঠ ত্যাগ করেন তিনি। চোট থেকে পুরোপুরি সেরে উঠার আগেই দুই দলের মধ্যে বর্ডার-গাভাস্কার টেস্টের লড়াই আরম্ভ হয়। প্রথম দুই টেস্ট না খেললেও শেষ দুই টেস্টে মাঠে নামেন ওয়ার্নার।

Also Read - ভারতকে আরও ভালো দল ভেবেছিলাম : শোয়েব আক্তার


তৃতীয় টেস্টে মাঠে নামার আগেই অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছিল পুরোপুরি ফিট নন ওয়ার্নার, তবুও তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবেন তিনি। সেই সিরিজে ওয়ার্নার ফিরলেও সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর অনেকটাই আফসোস করেই বললেন চোট নিয়ে খেলতে নামাটা ভুল ছিল তার।

“ইঞ্জুরি নিয়ে শেষ দুই টেস্ট খেলার সিদ্ধান্ত আমারই ছিল। তখন মনে হয়েছিল এই মুহূর্তে ছেলেদের পাশে থেকে দলকে সাহায্য করা প্রয়োজন। তবে এখন মনে হচ্ছে তখন ইঞ্জুরি নিয়ে মাঠে নামা উচিত হয়নি আমার। চোট নিয়ে যে অবস্থায় আছি, সেটি আমাকে আরও পিছিয়ে দিয়েছিল।”

অবশ্য নিজ থেকে শেষ দুটো টেস্ট খেললেও সেসব টেস্টে ব্যাট হাতে বড় স্কোর তো দূরে থাকুক, ফিফটির দেখাও পাননি তিনি। চার ইনিংসে তার রান ছিল- ৫,১৩,১,৪৮। ওয়ার্নার জানান, তখন যদি নিজের কথা ভাবতেন তাহলে টিম ম্যানেজমেন্টকে ‘না’ বলতেন তিনি।

“তখন যদি নিজের কথা ভাবতাম তাহলে হয়তো না বলতাম। কিন্তু তখন মনে হয়েছিল, এই মুহূর্তে দলের আমার প্রয়োজন এবং ওপেন করতে পারলে দলের জন্যই মঙ্গল।”

এর আগে ওয়ার্কলোডের কথা ভেবে যেকোন এক ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ভাবলেও আপাতত সেই চিন্তা থেকে দূরে সরে এসেছেন ওয়ার্নার। তিনি চান অস্ট্রেলিয়ার জার্সিতে আরও কয়েক বছর খেলতে।

আপাতত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে খেললেও ওই সিরিজের দলে নেই ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দলে না থাকলেও বর্তমানে প্রস্তুত হচ্ছেন ঘরোয়া ক্রিকেট খেলতে।

Related Articles

আর্থিক দুর্দশা কাটাতে গাঙ্গুলিকে পাশে চাচ্ছে দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসির কাছে দক্ষিণ আফ্রিকার অভিযোগ

পরিবর্তন এলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে

করোনাভাইরাসের কারণে স্থগিত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ

অস্ট্রেলিয়ায় সিরিজ জেতায় পান্টদের ‘৫’ কোটি রুপি পুরস্কারের ঘোষণা