Scores

ইডেনে গোলাপি বলকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে নেয়নি বাংলাদেশ!

ভারতের প্রস্তাব পেয়ে অনেকটা হুট করেই গোলাপি বলে টেস্ট খেলতে রাজি হয়ে যায় বাংলাদেশ। গত ২২ নভেম্বর ইডেন গার্ডেনসে শুরু হয় স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের মধ্যকার এই ম্যাচ। শুধু ভারতই নয়, বাংলাদেশের জন্যও এটি ছিল দিবারাত্রির প্রথম টেস্ট।

ইডেনে গোলাপি বলকে 'চ্যালেঞ্জ' হিসেবে নেয়নি বাংলাদেশ! -

গোলাপি বলে বাংলাদেশের ক্রিকেটারদের অভ্যস্ততা নেই বললেই চলে। দিনকয়েকের অনুশীলনকে পুঁজি করেই মুমিনুলের হকের দল নেমেছিল ইডেনে। ভারতীয় পেসারদের সুইং আর বাউন্সে কাবু হয়ে তিন দিনেই ম্যাচ হেরে যায় টাইগাররা।

Also Read - "পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না"


সেই ম্যাচ প্রসঙ্গে মুমিনুল হক বলছেন, গোলাপি বলের টেস্টকে তারা চ্যালেঞ্জ হিসেবেই নেননি। বরং খেলা উপভোগ করে সুযোগ কাজে লাগানোর চেষ্টাই ছিল মূল উদ্দেশ্য।

বিডিক্রিকটাইমকে মুমিনুল বলেন, ‘গোলাপি বলকে চ্যালেঞ্জ হিসেবে নেইনি। চিন্তা করছিলাম- এটা আমাদের জন্য সুযোগ। আবার কখন, কবে, কোন দেশে আমরা গোলাপি বলে খেলতে পারব এটার কোনো নিশ্চয়তা নেই। ভারতের মত ভালো একটা দলের সাথে গোলাপি বলে খেলার অভিজ্ঞতা যদি অর্জন করতে পারি তাহলে ভবিষ্যতে তা কাজে দিতে পারে, অনেক শিক্ষা হতে পারে, দলের সবাই এমন ভাবছিল। ঐ হিসেবে চ্যালেঞ্জ না, সুযোগ হিসেবেই সবাই এই ম্যাচটিকে দেখছিলাম।’


ইডেন টেস্ট নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মত। পঞ্চম দিনের টিকিটও কিনে রেখেছিলেন দর্শকরা। বাংলাদেশ থেকেও অনেক দর্শক গিয়েছিলেন ঐতিহাসিক ম্যাচের সাক্ষী হতে। তবে ব্যাটিং ব্যর্থতায় মুমিনুলরা তৃতীয় দিনের ম্যাচের ইতি টানেন।

দর্শকদের উৎসাহে পানি ঢেলে দেওয়ায় কি আক্ষেপ হয়? মুমিনুলের জবাব, ‘আমরা সুযোগটা কাজে লাগাতে পারিনি- এটাই খারাপ লাগে। খেলার সময় তো কেউই দর্শকদের চাহিদার কথা এত চিন্তা করি না। তাই খারাপ লাগাটা দর্শকদের জন্য নয়। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে গোলাপি বলে খেলে যে অভিজ্ঞতা হয়েছে তা ভবিষ্যতে কাজে লাগবে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘দুর্বলতা’ আগেই জানতেন শামি!

ভোগলেকে অপমান করে ‘অনুতপ্ত’ সঞ্জয়

ভারত-বাংলাদেশ ম্যাচ থেকে জুয়াড়ি আটক

কী করবেন চতুর্থ ও পঞ্চম দিনের দর্শকরা?

বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে গাভাস্কারের