Scores

ইতিহাস গড়তে যাচ্ছে কারান ভ্রাতৃদ্বয়

এ শতাব্দীতে প্রথমবারের মতো ইংল্যান্ডের জার্সি গায়ে একই ম্যাচে মাঠে নামতে পারেন দুই ভাই। তারা হলেন স্যাম কারান এবং টম কারান। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন দুজনই।

ইতিহাস গড়তে যাচ্ছে কারান ভ্রাতৃদ্বয়
ছবি- গেটি ইমেজেস

সারের হয়ে একদলেই খেলে থাকেন দুই ভাই। কিন্তু কখনো একসাথে খেলা হয়নি আন্তর্জাতিক ক্রিকেট। সেই সুবর্ণ সুযোগ এখন তাদের সামনে। এর আগে ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেতে একসাথে মাঠে নেমেছিলেন বেন হোলিয়োক এবং অ্যাডাম হোলিয়ক। এরপর ইংল্যান্ডের হয়ে দুই ভাইয়ের এক ম্যাচে নামার নজির নেই।

২৩ বছর বয়সী টম কারানের জন্ম দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার তিনি। বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার তিন বছরের ছোট ভাই স্যাম কারান। তার জন্ম নর্দাম্পটনে।

Also Read - ড্র’ই হল সেন্ট লুসিয়া টেস্টের পরিণতি

১৪ সদস্যের দলে জায়গা পাননি স্যাম বিলিংস, জেমস ভিন্স, লিয়াম ডসন এবং ডেভিড মালান। নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে ছিলেন তারা। দলে ফিরেছেন পেসার জ্যাক বল, মঈন আলি, জো রুট ও জনি বেয়ারস্টো। চোটের কারণে দলে নেই অলরাউন্ডার বেন স্টোকস। তবে সিরিজ শুরু হওয়ার আগে ফিটনেস ফিরে পেলে অন্তর্ভুক্তি ঘটতে পারে স্টোকসের।

২৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এরপর জুলাইতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৩ জুলাই, ৬ জুলাই এবং ৮ জুলাই।

ইংল্যান্ডের ১৪ সদস্যের টি-টোয়েন্টি দল : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বল, জস বাটলার, স্যাম কারান, টম কারান, আলেক্স হেলস, ক্রিস জর্ডান, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয় ও ডেভিড উইলি।


আরো পড়ুন ঃ স্ট্রাইকিং প্রান্তে শুরু করতেই ভালোবাসেন তামিম
সবাই যখন ঈদের ছুটিতে তামিম তখন নেটে ঘাম ঝরানোয় ব্যস্ত। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশসেরা ওপেনার বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বলেছি যে রান করবো কি না এর নিশ্চয়তা আমি দিতে পারবো না… 


নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

ওয়ানডে ক্রিকেটের নাম পরিবর্তনের পরামর্শ

আইসিসির সুপার ওভারের নিয়ম নিয়ে মুখ খুললেন শচীন

নিয়মই জানতেন না উইলিয়ামসন!

উইলিয়ামসনের কাছে আজীবন ক্ষমা চাইবেন স্টোকস

শীর্ষেই রইলেন সাকিব, উইলিয়ামসন-রয়ের উন্নতি