ইতিহাস গড়ল কায়েদ-এ-আজম ট্রফির ফাইনাল
পাকিস্তানের প্রথম শ্রেণির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে হাসান আলির ঝড়ো শতকে প্রায় জয়ের কাছে পৌঁছে গিয়েছিল সেন্ট্রাল পাঞ্জাব। কিন্তু শেষ পর্যন্ত টাই হয়েছে ম্যাচটি। প্রথমবারের মতো কোনো প্রথম শ্রেণির টুর্নামেন্টের ফাইনালে টাই হতে দেখল ক্রিকেট ইতিহাস।
টস জিতে আগে ব্যাটিং করে খাইবার পাখতুন। ১ম ইনিংসে তারা সংগ্রহ করে ৩০০ রান। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান কামরান গুলাম করেন ৭৬ রান এবং আদিল আমিন ৭৫ রান ও ইসারুল্লাহ করেন ৬১ রান। হাসান আলি শিকার করেছিলেন ৪টি উইকেট।
Also Read - পিএসএল ড্রাফট : প্লাটিনাম ক্যাটাগরিতে মুস্তাফিজজবাবে ৯ উইকেটে ২৫৭ রানে ইনিংস ঘোষণা করেন সেন্ট্রাল পাঞ্জাব। সর্বোচ্চ ৬০ রান করে আসে কাসিম আকরাম ও উসমান সালাহউদ্দিনের ব্যাট থেকে। খাইবারের পক্ষে ৪টি উইকেট শিকার করেন ইরফানুল্লাহ শাহ।
দ্বিতীয় ইনিংসে ৩১২ রান সংগ্রহ করে খাইবার। এই ইনিংসে সেঞ্চুরি হাঁকান কামরান। ১০৮ রান করেন তিনি। ৪টি উইকেট পান ওয়াকাস মাসুদ ও হাসান আলি পান ১টি উইকেট।
৩৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একসময়ে হারের মুখে ছিল সেন্ট্রাল পাঞ্জাব। ২০২ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। তারপরেই শুরু হয় হাসান আলির তান্ডব। মাত্র ৬১ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন হাসান। তার এই ঝড়ো ইনিংসে ছিল ১০টি চার ও ৭টি ছয়। তাকে সঙ্গ দিয়ে আহমেদ শফি আব্দুল্লাহ ২৩ বলে ৩৫ রান করেন।
দুই ইনিংস মিলিয়ে ১০৭ রান ও ৫টি উইকেট শিকার করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হাসান আলি।
দুই দলই সমান রান করে ম্যাচ শেষ হয়। অর্থাৎ ম্যাচটি টাই হয়েছে এবং যৌথভাবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে খাইবার পাখতুন ও সেন্ট্রাল পাঞ্জাব। ইতিহাসে প্রথমবারের মতো প্রথম শ্রেণির টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ টাই হলো।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।