Scores

ইনজামামের বিশ্বাস- পাকিস্তানে প্রীত হবে বাংলাদেশ

আর কদিন পরই বাংলাদেশ জাতীয় দল যাচ্ছে পাকিস্তান সফরে। তিন ধাপের সফরের প্রথম ধাপে টাইগাররা স্বাগতিক জাতীয় দলের বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি। এই সিরিজ খেলতে পাকিস্তান যাচ্ছে বলে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ইনজামাম উল হক।

'মনগড়া' বিশ্বকাপ দল বাছাই করে হাসির খোরাক ইনজামাম

সাবেক এই খ্যাতিমান ব্যাটসম্যানের বিশ্বাস- পাকিস্তানের মানুষের ক্রিকেট-আবেগ দেখে বাংলাদেশ খুশি হবে, উপভোগ করবে সিরিজ।

Also Read - নিলাম করে আয়োজিত হবে আইসিসির আসরগুলোতিনি বলেন, বাংলাদেশ পাকিস্তানে আসছে, আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ক্রিকেটকে নিয়ে পাকিস্তানের সমর্থকদের আবেগের কারণে এখানে খেলাতে বেশ উপভোগ করবে তারা।’

বাংলাদেশ দল পাকিস্তানে যাবে তিনটি পৃথক সফরে। জানুয়ারির সফরে খেলবে শুধু তিনটি টি-টোয়েন্টি। ফেব্রুয়ারির শুরুর দিকে মাঠে গড়াবে প্রথম টেস্ট, যা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সেই টেস্ট খেলে দ্বিতীয় সফর শেষ করে দেশে ফেরা টাইগাররা এপ্রিলে আবার যাবেন, সেবার দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার আগে খেলবেন একটি ওয়ানডেও।

অবশ্য ইনজামাম মনে করেন, বাংলাদেশ একটি সফরেই পূর্ণাঙ্গ সিরিজের পুরো অংশ সম্পন্ন করলে ভালো হত। তিনি বলেন, ‘আমি মনে করি পুরো সিরিজটি এক সফরেই সীমাবদ্ধ থাকলে ভালো হত, এভাবে ভেঙে ভেঙে খেলার চেয়ে।’

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরে। ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি মাঠে গড়াবে ম্যাচ তিনটি। ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। ২৩ জানুয়ারি পাকিস্তানে পৌঁছোবার পরদিনই শুরু হবে মাঠের লড়াই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

মুসলিম ক্রিকেটারের গায়ে ‘শ্যাম্পেন’ ঢেলে বিতর্কিত এসেক্স

নিউজিল্যান্ডের আরও তিনটি সিরিজের সূচি চূড়ান্ত

চূড়ান্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

মহামারীতে স্থগিত হল এমজানসি সুপার লিগও

এখনই দেশে সিরিজ আয়োজনের ভাবনা নেই বিসিবির