Scores

ইনজুরিতে ছিটকে পড়লেন স্টেইন

ইনজুরির কারণে আইপিএল ছাড়া ক্রিকেটারদের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে। এবার কাঁধের ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন।

ইনজুরিতে ছিটকে পড়লেন স্টেইন

প্রোটিয়া এই তারকা পেসার চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছিলেন। আসরের মাঝপথে নাথান কোল্টার নাইলের বদলি হিসেবে দলের সাথে যোগ দেন তিনি। তবে মাত্র দুটি ম্যাচ খেলেই কোল্টার নাইলের মত নিজেও ইনজুরির শিকার হয়ে পাড়ি জমাচ্ছেন নিজ দেশে।

এই চোটের কারণে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে দলের সর্বশেষ ম্যাচেও মাঠে নামতে পারেননি স্টেইন।

Also Read - ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশে নেই বর্তমানদের কেউ!


বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পক্ষ থেকে বলা হয়, ‘কাঁধের চোটের কারণে স্টেইনকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। তার স্বাস্থ্যর তদারকির কারণে মাঠের বাইরে ছিটকে পড়তে হচ্ছে তাই এই মৌসুমে সে আর আইপিএলে খেলতে পারবে না। দলে তার উপস্থিতি অনেক কাজে লেগেছে এবং তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল তাকে অনেক মিস করবে। আমরা স্টেইনের দ্রুত প্রত্যাবর্তন প্রত্যাশা করছি এবং ভবিষ্যতের জন্য থাকছে শুভকামনা।’

স্টেইনের চোট শুধু বেঙ্গালুরুর জন্যই নয়, দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জন্যও দুঃসংবাদ। বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসার দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলে রয়েছেন। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে পেস বান্ধব উইকেট কাজে লাগিয়ে দলকে সাফল্য এনে দেওয়ার মূল দায়িত্ব তো স্টেইনের ঘাড়েই। তারকা এই পেসার চোটের কারণে ফিটনেস হারালে সেটি তো বড় দুঃসংবাদই হবে প্রোটিয়াদের জন্য!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়