ইনজুরিতে পড়েছেন এনামুল হক বিজয়
কেবলই ফর্মে ফিরছিলেন কিন্তু পারলেন না ইনজুরির সাথে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন গাজী গ্রুপের ওপেনার এনামুল হক বিজয়। কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েন তিনি। কবে নাগাদ সুস্থ হয়ে আবার মাঠে ফিরবেন এনামুল সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি তার দল গাজী গ্রুপ।
ইনজুরির পড়ার পরেও তার দল কলাবাগানকে ৬ উইকেটে হারিয়েছে। কিন্তু চিন্তায় রয়েছে এনামুলের সুস্থ হওয়া নিয়ে। আগের ম্যাচেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে তার দলের জয় নিশ্চিত করেছিলেন এনামুল।
Also Read - কলাবাগানকে হারিয়ে শীর্ষে মুশফিকের মোহামেডান
কলাবাগানের বিপক্ষে ম্যাচেও সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার। ৮৩ বলে ৭০ রানে থাকা অবস্থায় রান নিয়ে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি। ৭০ রান করার পথে ৬টি চার এবং একটি ছক্কাও হাঁকিয়েছেন ডান হাতি এই ওপেনার।
-রুশাদ রাসেল, প্রতিবেদক, বিডিক্রিকটিম.কম