Scores

ইনজুরিতে শেষ টেস্টও খেলা হচ্ছেনা উকসের

 

Woakes-Hafeez-wicket

ইংল্যান্ড এবং ওয়েলসে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সাইড স্ট্রেনের ইনজুরিতে পড়েন ইংল্যান্ড অল-রাউন্ডার ক্রিস উকস। ইনজুরির কারণে ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নামতে পারেন নি এই ইংলিশ অল-রাউন্ডার। পরবর্তীতে জানা যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ফিরছেন উকস। তবে পুরনো চোট এখনো অনুভব করায় সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও নামা হচ্ছেনা উকসের।

Also Read - জামিন পেয়েছেন আরাফাত সানি

ইংলিশ ভক্তরা আশা করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ডের সাদা জার্সি গায়ে মাঠে নামবেন উকস কিন্তু নেটে অনুশীলনের সময় হাত ঘুরাতে ব্যথা অনুভব করেন ক্রিস উকস যার কারণে কারণে শেষ টেস্টেও মাঠে নামা হচ্ছে না তার।

আগামী মাসেই ঘরের মাটিতে উইন্ডিজদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ইংল্যান্ড দল। ইংলিশ ফিজিও আশা করছেন উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজে ইনজুরি কাটিয়ে ফিরবেন উকস।

অন্যদিকে হাটুর ইনজুরিতে পড়া আরেক পেসার জ্যাক বলেরও খেলা হচ্ছেনা সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। তবে জানা গিয়েছে আগামী সপ্তাহে তার কাউন্টি দল নটিংহ্যামশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলবেন জ্যাক বল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন


Related Articles

ওয়ানডে ক্রিকেটের নাম পরিবর্তনের পরামর্শ

আইসিসির সুপার ওভারের নিয়ম নিয়ে মুখ খুললেন শচীন

নিয়মই জানতেন না উইলিয়ামসন!

উইলিয়ামসনের কাছে আজীবন ক্ষমা চাইবেন স্টোকস

শীর্ষেই রইলেন সাকিব, উইলিয়ামসন-রয়ের উন্নতি