Scores

ইনজুরির কারণে মাঠের বাইরে বুমরাহ

ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন ভারতের ডেথ ওভারের স্পেশালিস্ট পেস বোলার জাসপ্রিত বুমরাহ। ফলে তিনি বাদ পড়েছেন ইংল্যান্ড-ভারত দ্বিপাক্ষিক লড়াইয়ের ওয়ানডে এবং টি-২০ সিরিজ থেকে।

ইনজুরির-কারণে-মাঠের-বাইরে-বুমরাহ

বুমরাহ বাদ পড়ার ফলে তার স্থলাভিষিক্ত কে হবেন, এ নিয়ে বেশ ভাবতেই হচ্ছে ভারতের টিম ম্যানেজমেন্টকে। বিগত কয়েকদিন ধরে সীমিত ওভারের ক্রিকেটে বুমরাহ ছিলেন দুর্দান্ত ফর্মে। কেউ কেউ তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা ডেথ ওভার স্পেশালিস্ট বোলার হিসেবেও আখ্যা দিয়ে থাকেন।

Also Read - বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায়


বুমরাহর বদলে দলে কে ডাক পাবেন- এটি এখনও নিশ্চিত না হওয়া গেলেও সেই সৌভাগ্য হবে শার্দূল ঠাকুর কিংবা দীপক চাহারের মধ্যে যেকোনো একজনের- সেটি নিশ্চিত। শার্দূল ও দীপক দুজনই এখন ভারত ‘এ’ দলের হয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে রয়েছেন ইংল্যান্ড সফরে।

বুমরাহ কবে ফিট হবেন- সেটিও এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে ভারত ক্রিকেট দলের চিকিৎসকেরা আশাবাদী, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে চোট থেকে সেরে উঠবেন তিনি।

ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সফরকারী ভারতের প্রথম টি-২০ ম্যাচ খেলার সময় বুমরাহর আঙুলের হাড় ভেঙে যায়। তবে তার এই ইনজুরির কারণ ফুটবল খেলে গা গরমের সময় সতীর্থ ওয়াশিংটন সুন্দরের সাথে ধাক্কা খাওয়া বলেও দাবি অনেকের। যথারীতি ইনজুরির শিকার হয়েছেন ওয়াশিংটনও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ উদ্বোধনী টি-২০ ম্যাচে তাই তাকে দলে পাচ্ছে না ভারতীয় শিবির।

আরও পড়ুনঃ চিড় ধরেনি স্মিথ-ওয়ার্নারের বন্ধুত্বে

[বল টেম্পারিংয়ে জড়িয়ে দুজনের উড়ন্ত ক্যারিয়ার থমকে দিয়েছেন হুট করে। এমন ঘটনার পর দলচ্যুত নেতা ও তার সহযোগীর মধ্যে সম্পর্ক ভালো না থাকা অস্বাভাবিক কিছু নয়। দুজনের উপরই একসাথে বয়ে গেছে অনেক ঝড়। সেই সুযোগ কাজে লাগিয়ে দুষ্টু লোকেরা গুজব ছড়িয়েছিল- বল টেম্পারিং কাণ্ডের পর থেকে স্টিভ স্মিত্থ ও ডেভিড ওয়ার্নারের বন্ধুত্বের সম্পর্কে ধরেছে ফাটল। তবে সেই …বিস্তারিত]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

প্রোটিয়াদের সমস্যার সহজ সমাধান করে দিলেন পিটারসেন!

প্রধান নির্বাহীকে বরখাস্ত, বিভিন্ন দাবি তুললো প্রোটিয়ারা

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

চলে গেলেন সাবেক ইংলিশ অধিনায়ক

ধর্মঘটের হুমকি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের