Scores

ইনজুরির শিকার মুশফিক

মোঃ সিয়াম চৌধুরী
হঠাৎ করেই কাঁধের ইনজুরির শিকার হয়েছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনেই অনুশীলন করতে গিয়ে কাঁধে চোট পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

বিশ্বকাপের আর বাকী মাত্র এক মাসের মতো। চূড়ান্ত দলও ঘোষণা করা হয়ে যাবে আগামী সপ্তাহে। এমন অবস্থায় মুশফিকের চোট ক্রিকেট সমর্থক ও নির্বাচকদের কপালে ফেলে দিয়েছে চিন্তার ভাঁজ।

Also Read - প্রাপ্তি কেবল শেষ প্রহরেই

এবারের ঢাকা প্রিমিয়ার লীগে প্রাইম দোলেশ্বরের হয়ে খেলছেন মুশফিক। দলটির ব্যাটিং স্তম্ভের পাশাপাশি দলপতিও তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে আগামী ম্যাচটিকে সামনে রেখে বৃহস্পতিবার অনুশীলনের এক পর্যায়ে ফুটবল খেলতে গিয়ে আরেকজন খেলোয়াড়ের সাথে ধাক্কা লাগে ওয়ানডেতে সদ্য সাবেক হওয়া অধিনায়কের। ইও ধাক্কার কারণেই কাঁধে চোট পান মুশফিক।

ইনজুরির কারণে শুক্রবার রূপগঞ্জের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না মুশফিক। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, তেমন মারাত্মক নয় মুশফিকের চোট। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘মুশফিকের কাঁধের সমস্যা আগে থেকেই ছিল। এর আগে ডাইভ দিতে গিয়ে তার কাঁধের হাড় নড়ে গিয়েছিল, যদিও তা সন্ধিচ্যুত হয়নি। আজও তার কাঁধের হাড় নড়ে গেছে। শনিবার স্ক্যান করানোর পর বোঝা যাবে চোট কতোটা গুরুতর।‘

শনিবার স্ক্যান করানোর পরই বোঝা যাবে ইনজুরির গতিবিধি। তবে আপাতত বিসিবির ধারণা, সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে মুশফিকের হয়ত এক সপ্তাহের মতো সময় লাগবে।

বিশ্বকাপের লগ্নে তামিমের ইনজুরি এমনিতেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে টাইগার সমর্থকদের। মুশফিকের ইনজুরিটা সাময়িক হলেও দুশ্চিন্তাটা আরেকটু বাড়ল সবার।

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব