Scores

ইনজুরি কাটিয়ে প্রোটিয়া দলে ফিরেছেন স্টেইন

দীর্ঘ ছয় মাস ইনজুরির সাথে লড়াইয়ের পর অবশেষে সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে ফিরেছেন ডেল স্টেইন। আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজকে সামনে রেখে সোমবার স্কোয়াড ঘোষণা করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই স্কোয়াডে রয়েছে স্টেইনের নামও।

ইনজুরি কাটিয়ে প্রোটিয়া দলে ফিরেছেন স্টেইন
ডেল স্টেইন। ছবিঃ এএফপি

স্টেইন দলে ফেরায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অঙ্গনে ফিরেছে স্বস্তি। এর আগে মরনে মরকেল ও এবি ডি ভিলিয়ার্সের মত সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিদায়ে একটু দুর্বলই হয়ে পড়েছিল প্রোটিয়া স্কোয়াড। তবে স্টেইন ফেরায় এবার সিনিয়রদের অভাব একটু হলেও ঘুচল দলটির।

চলতি বছরের জানুয়ারিতে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরে ভারতের বিপক্ষে কেপটাউন টেস্টে খেলেছিলেন স্টেইন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে সেই ম্যাচেই আবারও তাকে আক্রমণ করে ‘পেসারদের আততায়ী’ ইনজুরি। সেই ইনজুরি তাকে মাঠের বাইরে ছিটকে দেয় ছয় মাসের জন্য।

Also Read - অজিদের ইংল্যান্ড সফরে নতুন ভূমিকায় ওয়ার্নার


এদিকে ইনজুরির কারণে আইপিএলে খেলতে না পারা কাগিসো রাবাদাও ফিরেছেন দলে। সুযোগ পেয়েছেন ৩১ বছর বয়সী লেগ স্পিনার ভন বার্গও। লঙ্কানদের বিপক্ষে ভালো করতে উপমহাদেশের কন্ডিশনকে মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ আফ্রিকা।

জুলাইয়ের শুরুর দিকে শ্রীলঙ্কায় পাড়ি জমানোর পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ১২ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটির ভেন্যু গল স্টেডিয়াম। এরপর ২০ জুলাই কলম্বোতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে ৭ ও ৮ জুলাই স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া দলের বিপক্ষে কলম্বোয় দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রোটিয়ারা।

একনজরে দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: ডিন এলগার, অ্যাইডেন মারক্রাম, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা, টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, হেনরিক ক্লাসেন, কাগিসো রাবাদা, ভার্নন ফিল্যান্ডার, ডেল স্টেইন, লুঙ্গি এনগিডি, কেশভ মহারাজ, তাবরাইজ শামসি, শন ভন বার্গ।

আরও পড়ুনঃ ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছেন নারী ক্রিকেটাররা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আমার ক্যারিয়ারের বড় অনুপ্রেরণা আপনি : রিয়াদ

ধোনির অবসরে মুশফিক-লিটনদের প্রতিক্রিয়া

ধোনির অবসরের ঘোষণায় টুইটারে ঝড়

ধোনির পর অবসরের ঘোষণা রায়নার

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ধোনির