Scores

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন ডেভিড ওয়ার্নার

কনুইয়ের ইনজুরিতে ভোগার পর সুস্থ হয়ে ফিরছেন ডেভিড ওয়ার্নার। কয়েক দিনের মধ্যেই সিডনি প্রিমিয়ার লিগের এক ম্যাচের মাধ্যমে মাঠে ফিরবেন তিনি।

 

ওয়ার্নার

Also Read - শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়


গত ৫ জানুয়ারি বাংলাদেশে শুরু হওয়া বিপিএলে খেলেছিলেন প্রথম থেকেই। নেতৃত্বও দিচ্ছিলেন সিলেট সিক্সার্সকে। কিন্তু কনুইয়ের ইনজুরিতে টুর্নামেন্ট শেষ না করেই দেশে ফিরে যেতে হয় ওয়ার্নারকে। বসতে হয়েছিল শল্যবিদের ছুরি-কাচির নিচেও। ফলে প্রায় দেড় মাস মাঠের বাইরে ছিলেন তাকে।

অস্ত্রোপচারের পর পুনর্বাসন কাটিয়ে এখন সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন ওয়ার্নার। তবে শতভাগ সুস্থ হয়ে ফিরতে পারছেন না। মাঠে জোরে বল ছোড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে তাকে। নাহলে কনুইয়ে আবারো ব্যথা ফিরে আসতে পারে।

বল টেম্পারিংয়ের অপরাধে ক্রিকেট বিশ্বে দুয়ো শোনার সাথে সাথে নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়া জাতীয় দল থেকেও। ওয়ার্নার নিজেকে সরিয়ে নিয়েছিলেন আইপিএল থেকেও। তবে গত বছর সেপ্টেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরে দুই ইনিংসে ১৫৫ ও ১৫৭ করে আবারো আলোচনায় আসেন এই ৩২ বছর বয়সী ক্রিকেটার। সর্বশেষ বিপিএলেও খেলেছিলেন দুর্দান্ত। সেই সাথে তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বও ছিল আলোচনায়।

ডেভিড ওয়ার্নারের সাথে সাথে তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথও নিষিদ্ধ হয়েছিলেন দল থেকে। তবে বিশ্বকাপ দলে ফিরবেন তারা দুইজনেই সেই ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি বলেন, ‘তারা (ওয়ার্নার ও স্মিথ) শুধু ভালো প্লেয়ার না, অস্ট্রেলিয়ান ক্রিকেটে তারা সেরা প্লেয়ার। আমরা তাদের পর্যবেক্ষণে রাখছি। আশা করছি সুস্থভাবেই তাদের আবার ফিরে পাবো।’

আগামী ২৮ মার্চ শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইনজুরি কাটিয়ে ফিরে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলবেন তিনি। এর আগেও আইপিএলে হায়দ্রাবাদেই খেলেছেন ওয়ার্নার। তার নেতৃত্বে একবার চ্যাম্পিয়ন হিয়েছে দলটি। উল্লেখ্য, সেইবার বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও খেলেছিলেন হায়দ্রাবাদে। তবে এবার মুস্তাফিজ না থাকলেও হায়দ্রাবাদে আছেন সাকিব আল হাসান।

[আরও পড়ুনঃ শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

দলে ডাক না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন কামরান!

পন্টিং-ওয়ার্নদের কোচিং করাবেন শচীন-ওয়ালশ!

‘৭ রানে ৭ উইকেট’ দেখল বিগ ব্যাশ

সহজ জয়ে সিরিজ জিতলো ভারত

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ