Scores

ইনসুইং আয়ত্তে আনায় টেস্ট দলে স্থায়ী হচ্ছেন মুস্তাফিজ

ইনসুইং আয়ত্তে আনায় টেস্ট দলে পোক্ত হতে চলেছে পেসার মুস্তাফিজুর রহমানের জায়গা। এর আগে টেস্ট দল থেকে বাদ পড়লেও এখন তাকে ঘিরেই টেস্ট দল সাজানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

ইনসুইং আয়ত্তে আনায় টেস্ট দলে স্থায়ী হচ্ছেন মুস্তাফিজ

২০১৫ সালেই টেস্টে অভিষেক হয়েছিল মুস্তাফিজের। তবে এখন পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৩ টেস্ট। তার কারণ, সীমিত ওভারে তিনি দলের মূল অস্ত্র হয়ে উঠলেও ব্রাত্য হয়ে পড়েন টেস্ট দলে। তবে টেস্ট দলের জায়গা আবারো খুলছে মুস্তাফিজের জন্য।

Also Read - সুজন-পাইলট-নান্নুদের টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে ১৮ ফেব্রুয়ারি


সম্প্রতি ইনসুইং করে প্রশংসা ও আলোচনা দুই-ই কুড়িয়েছেন মুস্তাফিজ। শ্রীলঙ্কা সফরের টেস্ট দলেই ফেরার গুঞ্জন ছিল। সেই সফর দ্বিতীয় দফা স্থগিত হলেও টেস্ট দলে মুস্তাফিজ আছেন এবারো। ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ২০১৯ সালের মার্চের পর আবারো সাদা পোশাক গায়ে জ্রাবেন তিনি।

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, ইনসুইংয়ে পারদর্শিতা দেখিয়েই মুস্তাফিজ টেস্ট দলের বিবেচনায় এসেছেন। ডমিঙ্গো বলেন, ‘দেখুন, আমি বেশ আগেই বলেছিলাম যে মুস্তাফিজ বল ভেতরে সুইং করাতে না পারলে টেস্ট ম্যাচে সমস্যায় পড়বে। সে আমাদের বোলিং কোচের সঙ্গে গত ৮-৯ মাস কঠোর পরিশ্রম করেছে, ইনসুইং ভালোভাবে আয়ত্ত করার জন্য। আপনারা ওয়ানডেতে দেখেছেন সে ইনসুইং করতে পেরেছে। এখনও শতভাগ ধারাবাহিক না হলেও ইনসুইং করানোর ক্ষেত্রে তার বেশ উন্নতি হয়েছে।’

চট্টগ্রাম টেস্টে মুস্তাফিজের অংশগ্রহণ তাই প্রায় নিশ্চিত। ডমিঙ্গো বলেন, ‘সে মানসম্পন্ন এবং অভিজ্ঞ একজন পারফর্মার। সে একজন বাঁহাতি পেসার। যা অন্যদের চেয়ে একটু ভিন্ন। ডানহাতি ব্যাটসম্যানের অফ সাইডে রাফ তৈরি করতে পারবে যা আমাদের অফ স্পিনারদের সাহায্য করবে। সুতরাং সে অবশ্যই এই টেস্টে একজন অপশন।’

‘সে খুবই ভালো অনুশীলন করেছে। সে ফিট এবং তার এনার্জিও দারুণ ছিল; স্কিলও আগের চেয়ে বেড়েছে। গত ৮-৯ মাসের উন্নতির ভিত্তিতে আমি তাকে সামনে আমাদের টেস্ট স্কোয়াডের অংশ হিসেবে দেখি।’– বলেন ডমিঙ্গো।

 

Related Articles

বাংলাদেশিদের কাছে সাহায্য চাইলেন উইলিয়ামস

‘৬৮’ মাস পর জয়শূন্য ড্র দেখল ক্রিকেট বিশ্ব

ব্রাথওয়েট-কর্নওয়ালের ব্যাটে এগিয়ে রইল ওয়েস্ট ইন্ডিজ

১ম দিন সেয়ানে সেয়ানে লড়াই, ব্রাথওয়েটের ‘১’ রানের অপেক্ষা

বনার-মেয়ার্সের ব্যাটে ম্যাচ বাঁচাল ওয়েস্ট ইন্ডিজ