ইনিংস ব্যবধানে জিতে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল ভারত
রাঁচিতে তিন ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে জয়ের সুবাতাস অনেক আগে থেকেই পাচ্ছিল ভারত। চতুর্থ দিন সকালে জয়ের দরজায় কড়া নাড়া ভারত মাত্র দুই ওভারেই ম্যাচ জিতে নিয়ে প্রোটিয়াদের প্রথমবারের মতো করেছে হোয়াইটওয়াশ।
তৃতীয় দিনের খেলা শেষে ফলো-অনে পড়া দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৩২ রান। প্রথম ইনিংসে ভারতের করা ৯ উইকেটে ৪৯৭ রানের জবাবে ১৬২ রান করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
Also Read - পদত্যাগ করছেন দুর্জয়চতুর্থ দিন ২০৩ রানে পিছিয়ে থেকে এবং হাতে ২ উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামে সফরকারীরা। ক্রিজে ছিলেন থিউনিস ডি ব্রুইন এবং এনরিচ নর্টজে। দিনের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ফিরে যান ডি ব্রুইন। শাহবাজ নাদীমের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। দারুণ ক্যাচ নেন ঋদ্ধিমান সাহা। ৪৯ বলে ৩০ রান করেন ডি ব্রুইন। পরের বলে নিজেই ক্যাচ নিয়ে লুঙ্গি এনগিডিকে আউট করেন নাদীম। তার জোড়া আঘাতে ইনিংস ও ২০২ রানের বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করে ভারত।
এর আগে রোহিত শর্মার ২১২ এবং আজিঙ্কা রাহানের ১১৫ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। ৪ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে। দুর্দান্ত বোলিং করে প্রথম ইনিংসে ৩৩৫ রানের লিড পায় ভারত। ভারতের হয়ে তিন উইকেট নেন উমেশ যাদব। সফরকারী দলের জুবায়ের হামজা করেন ৬২ রান। ফলো-অন এড়াতে না পারা দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসেও শুরু থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে।
সংক্ষিপ্ত স্কোর : ভারত ৪৯৭/৯, প্রথম ইনিংস (ডিক্লে.), ১১৬.৩ ওভার
রোহিত ২১২, রাহানে ১১৫, জাদেজা ৫১
লিন্ডে ৪/১৩৩, রাবাদা ৩/৮৫
দক্ষিণ আফ্রিকা ১৬২/১০, প্রথম ইনিংস, ৫৬.২ ওভার
জুবায়ের ৬২, লিন্ডে ৩৭, বাভুমা ৩২
যাদব ৩/৪০, জাদেজা ২/১৯
দক্ষিণ আফ্রিকা ১৩৩/১০, দ্বিতীয় ইনিংস (ফলোয়িং-অন), ৪৮ ওভার
ডি ব্রুইন ৩০, লিন্ডে ২৭, পিয়েট ২৩
সামি ৩/১০, নাদীম ২/১৮,