ইমনের ঝড়ো ফিফটির পর হৃদয়-শামীমের জুটি এনে দিল লড়াকু পুঁজি

প্রকাশিত হয়েছে - 2024-10-20T21:16:22+06:00
আপডেট হয়েছে - 2024-10-20T22:35:09+06:00
চার-ছক্কার পসরা সাজিয়ে বাংলাদেশ 'এ' দলকে উড়ন্ত সূচনা এনে দেন পারভেজ হোসেন ইমন। ইমনের উইকেট পড়ার পর ছন্দপতন হলেও তাওহিদ হৃদয় আর শামীম হাসান পাটোয়ারীর ৭০ রানের জুটিতে লড়াই করার মতো পুঁজি পেয়েছে বাংলাদেশ 'এ' দল।
আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ছক্কা মেরে নিজের রানের খাতা খোলেন ইমন। কিন্তু তার সঙ্গী জিসান আলম টিকতে পারেননি। তৃতীয় ওভারে বিলাল সামির বলে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান জিসান। ৭ বলে ৪ রান করে প্যাভিলিয়নের দিকে হাঁটেন জিসান।
জিসানের বিদায়ে মন্থর হয়নি ইমনের ব্যাটিং। আফগানিস্তান 'এ' দলের বোলারদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করতে থাকেন এ বামহাতি। একের পর এক বাউন্ডারিতে সচল রাখেন দলের রানের চাকা। তাকে সঙ্গ দিতে থাকেন সাইফ হাসান। সাইফ আর ইমনের জুটিতে বাংলাদেশ 'এ' দলের বোর্ডে যুক্ত হয় ৫৬ রান। লেগ স্পিনার কায়েস আহমেদের বলে বিশাল ছক্কা মেরে মাত্র ২৬ বলেই ফিফটি স্পর্শ করেন ইমন।
ইমনের ঝড়ো ইনিংস থামে কায়েসের বলেই। ৩২ বলে ৫৪ রান করে ইমন ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন সীমানার কাছে। এ ৫৪ রানের ইনিংসে ৪০ রান বাউন্ডারি থেকে আদায় করেন ইমন, চারটি করে মারেন চার ও ছক্কা।
ইমনের বিদায়ের পর কমে আসে বাংলাদেশের রানের গতি। ১০০-এর নিচে স্ট্রাইক রেট রেখে আউট হন সাইফ। ১৯ বলে ১৬ রান করে এলবিডব্লিউ হয়ে যান করিম জানাতের বলে। আগের ম্যাচের জয়ের নায়ক আকবর আলীও ব্যর্থ হন এ ম্যাচে। ৭ বলে ৪ রান করে স্পিনার শরাফউদ্দিন শরীফের ভেতরে ঢোকা বলে এলবিডব্লিউ হন তিনি।
তাওহিদ হৃদয় আর শামীম হাসানও পরিস্থিতির চাহিদা মিটিয়ে ব্যাটিং করতে পারেননি। বড় শট খেলার চেষ্টা করলেও দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং করে তাদের আটকে রাখে আফগানিস্তান 'এ' দল। ১৭তম ওভারে বিলালের বলে স্কুপে চার আর মিড উইকেট দিয়ে ছক্কা মেরে দলকে চাপমুক্ত করেন হৃদয়।
এরপর হাত খুলে খেলতে থাকেন শামীমও। খোলস থেকে বেরিয়ে এসে স্বভাবসুলভ ব্যাটিং করে চার-ছক্কা হাঁকাতে থাকেন তিনি। ১৬ বলে ১৫ থেকে শামীম ইনিংস শেষ করেন ২৪ বলে ৩৮ রানে। হৃদয় অপরাজিত থাকেন ৩১ বলে ৪২ রান করে। শেষ ৫ ওভারে ৫৭ রান তোলার সুবাদে ১৬৪ রান করে বাংলাদেশ 'এ' দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ 'এ' দল ১৬৪/৪, ২০ ওভার
ইমন ৫৪, হৃদয় ৪২*, শামীম ৩৮*
শরীফ ১/৯, কায়েস ১/২৬
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।