ইমনের সেঞ্চুরির পর মেহেদীর হ্যাটট্রিক, প্রাইম ব্যাংকের নাটকীয় জয়
শেষ ওভারে হ্যাটট্রিক করেছেন স্পিনার শেখ মেহেদী হাসান

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-17T19:36:40+06:00
আপডেট হয়েছে - 2024-03-17T19:38:48+06:00
City Club vs Prime Bank Cricket Club
Bangladesh Krira Shikkha Protisthan No 4 Ground

City Club
302/7 (50)

Prime Bank Cricket Club
305/8 (50)
Prime Bank won by 3 runs
ম্যান অব দ্য ম্যাচ | Mahedi Hasan (Bangladesh) |
ঢাকা প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক। তিন রানের জয়ে বড় অবদান পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরি ও স্পিনার শেখ মেহেদীর চার উইকেটের। শেষ ওভারের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেছেন স্পিনার শেখ মেহেদী। এ নিয়ে টানা তৃতীয় জয় পেল প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের ৩০৫ রানের জবাবে সিটি ব্যাংক থেমেছে ৩০২ রানে। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
হ্যাটট্রিক করেছেন শেখ মেহেদী হাসান
বিকেএসপির ৪ নম্বর মাঠে ম্যাচ জিততে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল সিটি ক্লাবের। টিকে ছিলেন ৩৪ বলে ৬৬ রান করা অধিনায়ক সাজ্জাদুল হক। তবে ছয় উইকেট হাতে নিয়েও ম্যাচ জিততে পারেনি সিটি ক্লাব। স্পিনার শেখ মেহেদীর করা ওভারের প্রথম বলটায় লেগ বাই থেকে ১ রান নিয়ে অধিনায়ককে স্ট্রাইক দেন আশিক উল আলম। স্ট্রাইকে এসেই ফাইন লেগ দিয়ে চার পেয়ে যাওয়া সাজ্জাদুল পরের বলটায় লং অন দিয়ে মারেন ছক্কা। শেষ ৩ বলে তখন দরকার ছিল মাত্র ৪ রান।
কিন্তু নাটকের তখনো ছিল বাকি। শেষ তিন বলে আর এক রানও যোগ হয়নি সিটি ক্লাবের স্কোরে। উল্টো হারিয়েছে ৩ উইকেট। চতুর্থ বলে মেহেদীকে আরেকবার উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে নাজমুল ইসলামের হাতে ক্যাচ দেন ৩৭ বলে ৭৬ রান করা সাজ্জাদুল। ৭টি ছক্কা মারা সিটি অধিনায়ককে ফেরানোর পরের দুই বলে ইফরান হোসেন ও মঈনুল ইসলামকে এলবিডব্লিউ করে মেহেদী পেয়ে যান হ্যাটট্রিকই। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে ৩ রানে হারে সিটি।
৩০৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ দুই ব্যাটসম্যান ছাড়া সিটি ক্লাবের সবাই কমবেশি রান করেছেন। অধিনায়ক ছাড়াও ফিফটি পেয়েছেন জয়রাজ শেখ ও শাহরিয়ার কমল। জয়রাজের ৭৮ বলে ৫৫ রানের ইনিংসে পাঁচটি চার ও এক ছক্কা। কমলের ৮৪ বলে ৬৬ রানের ইনিংসে ছিল চারটি চার ও দুইটি ছক্কার মার। তবে এ দুই জনের ফিফটির পরও শেষ ১০ ওভারে ১১২ রান দরকার ছিল সিটির।
অবিশ্বাস্য ব্যাটিংয়ে সাজ্জাদুল দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। শেষ পর্যন্ত জিততে পারেনি সিটি ক্লাব। স্পিনার শেখ মেহেদী হাসান হ্যাটট্রিকসহ চার উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। দশ ওভারে ৮৬ রান দিয়েছেন তিনি। একটি করে উইকেট নেন নাজমুল ইসলাম অপু ও সানজামুল ইসলাম।
আগে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরির সাথে জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহের ভিত পায় প্রাইম ব্যাংক। বড় জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও জাকির হাসান। জাকির ৭৯ রান করে থামলেও ইমন থামেন ঠিক ১০০ রানে। এদিনও ব্যর্থ ছিলেন তামিম। করেন মাত্র ছয় রান। শেষদিকে ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ মিথুন। তার ২৯ বলে ৪২ রানের ইনিংস তিনশ ছাড়ায় প্রাইম ব্যাংকের ইনিংস।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে । ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।