
জাতিসংঘে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণের পর দুই দেশের রাজনৈতিক অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনেও চলছে থমথমে অবস্থা।
ইমরান খানের এই ভাষনকে প্রত্যাখ্যান করে টুইট ও পাল্টা টুইট করে যাচ্ছেন ভারত ও পাকিস্তানের খেলোয়াড়রা। তবে ইমরানের জাতিসংঘের ভাষণকে ছোট করতে গিয়ে এইবার নিজেই বিপদে পরে গেলেন ভারতের সাবেক তারকা খেলোয়াড় বিরেন্দ্র শেহওয়াগ।
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান এমএসএনসিবি লাইভে একটি সাক্ষাৎকার দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সাক্ষাৎকারে উপস্থাপক তাকে প্রশ্ন করেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে কি উপদেশ দিবেন আফগানিস্তান সংকট সমাধানের জন্য।
তার জবাবে ইমরান খান বলেন, “আপনি দেখেন চীনকে, তারা অবকাঠামোগত দিক দিয়ে কতটুকু এগিয়ে গেছে। তারা তাদের দেশকে এগিয়ে নিচ্ছে অবকাঠামো ও উন্নয়নের জন্য টাকা ব্যয় করে। অন্য দিকে নিউইয়র্কে আসলে আমার তেমনটা মনে হয় না দেখে আশেপাশে।”
ইমরানের এই অবকাঠামো ও উন্নয়নের গুরুত্ব বেশি দেওয়ার উত্তর শুনে উপস্থাপক মজা করেই বলেন, “আপনার কথা শুনে আপনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নয় ব্রঙ্কসের একজন ভোটারের মতো মনে হচ্ছে।”
মূলত যুদ্ধের পিছে টাকা ব্যয় না করে অবকাঠামো ও উন্নয়নের জন্য টাকা ব্যয় করার কথা বলাতেই ব্রঙ্কসের ভোটারদের সাথে তুলনা করেন উপস্থাপক। তবে বিরেন্দর শেওয়াগ ভিডিওটি দেখে ভুল বুঝে উপস্থাপকের ভোটার শব্দটিকে ওয়েল্ডার শুনেন।
টুইটারে ভিডিওটি দেখে শেহওয়াগ টুইট করেন, ” জাতিসংঘে লজ্জাজনক ভাষন দেওয়ার পর এই লোকটি নিজেকে অপমান করার আরো নতুন উপায় বের করে ফেলছেন। উপস্থাপক ইমরান খানকে একজন ওয়েল্ডারের ( শ্রমিক যারা মূলত ওয়েল্ডিংয়ের কাজ করেন) সাথে তুলনা করেছেন।”
You sound like a welder from the Bronx, says the anchor.
After the pathetic speech in the UN a few days ago , this man seems to be inventing new ways to humiliate himself. pic.twitter.com/vOE4nWhKXI— Virender Sehwag (@virendersehwag) October 3, 2019
ইমরানকে যে ওয়েল্ডার না ভোটার বলেছিলেন তা সেই অনুষ্ঠানের উপস্থাপক নিজেই টুইট করে পরিষ্কার করেন।
It’s clearly a “voter” from the Bronx. Would have never thought to say “welder” from the Bronx.
— Joe Scarborough (@JoeNBC) October 3, 2019
তবে ইমরান খানকে অপমান করার পরও ভারতীয়দের সমর্থনও পাননি শেওয়াগ। উল্টো ভারতীয়রাই তাকে তুলোধুনো করতে থাকে ভুল উচ্চারণ শুনে টুইট করার জন্য।
Hello @majorgauravarya, @virendersehwag, @Sanjay_Dixit, @TarekFatah, @ANI, @republic, Kiren Rijiju, Here is what the Anchor of @MSNBC has to say about your "Welder" tweets.
Not asking you to apologise for embarrassing India by your fake news. But then, Wanted you all to know. https://t.co/fi4mTwdvDI— Mohammed Zubair (@zoo_bear) October 4, 2019
Voter not welder!! 🙈
— ದರ್ಶನ್ ಜೆ. ಶೆಟ್ಟಿ (@darshanjshetty) October 3, 2019
Whatever you say none of you can match his skills as a player. Then on politics you dont have the credentials to take him head on. He is a sensible leader. Period.
— Ajith Mathew (@ajithm69) October 3, 2019
Aila! "Welder" ko "Voter" samaj gaye unpad-gawar!
Kripya sunne ki kshamata rakhiye!! pic.twitter.com/tP4sJGxnfo
— Einstein Desi Bhai (@DesiPoliticks) October 3, 2019
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।