Scores

ইমরুলকে নিউজিল্যান্ড সিরিজে বিবেচনা করা যেত: ফাহিম

ব্যাট হাতে নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে সফল বাংলাদেশি ব্যাটসম্যান ইমরুল কায়েস। অথচ নিউজিল্যান্ড সফরে টাইগারদের টেস্ট ও ওয়ানডে- কোনো দলেই জায়গা হয়নি তার।

ইমরুলকে নিউজিল্যান্ড সিরিজে বিবেচনা করা যেত: ফাহিম

বাংলাদেশ প্রথম সারির কোচ ও জনপ্রিয় ক্রিকেট ব্যক্তিত্ব নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, পরিসংখ্যান বিচারে নিউজিল্যান্ড সফরের বাংলাদেশ দলে ইমরুল কায়েসকে রাখা যেত।

বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেন, ইমরুল কায়েস বোধহয় বিপিএলে খুব ভালো রান করতে পারেনি। কিন্তু ওর ব্যাটিংয়ের ধরনটা আমার খারাপ লাগেনি।’

Also Read - উইন্ডিজ পেসারদের তোপে বিধ্বস্ত ইংল্যান্ড


তবে ইমরুলের পারফরম্যান্স কোচ, নির্বাচক, অধিনায়ক কিংবা টিম ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারেনি বলেই অনুমান করে নিচ্ছেন তিনি।

ফাহিম বলেন, তবে যে পরিমাণ রান করলে টিম ম্যানেজমেন্ট বা অধিনায়কের আস্থা অর্জন করা যেত সেই পরিমাণ রান হয়ত করতে পারেনি।’

তবে ইমরুলের ব্যাট থেকে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেও এসেছিল রানের ফোয়ারা। সেদিক বিবেচনায় ওয়ানডে দলে ডাক পাওয়া সৌম্য সরকার ও সাব্বির রহমানের ব্যাটে অনেকটাই খরা। যদিও ইমরুলের চেয়ে বয়সে জুনিয়র এই দুই ক্রিকেটারের উপর অধিনায়ক থেকে শুরু করে কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট- সবাই আস্থা রেখেছেন।

তবে মাশরাফির চাহিদা অনুযায়ী দল গড়ায় কোনো আপত্তি নেই ক্রিকেট বিশেষজ্ঞ ফাহিমের। তিনি মনে করেন, মাশরাফি বিশ্বকাপকে সামনে রেখে একটি ভালো দলই গড়ার পরিকল্পনা করছেন।

ফাহিম বলেন, অধিনায়কের আস্থাটা খুব জরুরি জিনিস। আমি নিশ্চিত মাশরাফি একটা ভালো দল নিয়েই যেতে চাইছে।’

তবে ফাহিম মনে করেন, আচরণ না শোধরানোয় সাব্বির ৬ মাসের যে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই শাস্তির মেয়াদ পুরোপুরি শেষ করে দলে ফিরলেই সেটা ভালো হতো। অযাচিত আচরণ থেকে ক্রিকেটারদের দূরে রাখার ক্ষেত্রে সেটি দৃষ্টান্ত হতে পারতো বলে মনে করেন তিনি, সাব্বিরের যে শাস্তিটা ছিল সেটা পুরোপুরি শেষ করে আসলে ভালো হতো। সেটা একটা উদাহরণ হতে পারতো।’

আরও পড়ুন: “অতীত আর মনে করতে চাই না”

Related Articles

নতুন শুরুর জন্য বড় একটি সুযোগ দেখছেন ইমরুল

শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক দল ঘোষণা, ফিরলেন ইমরুল

বাবার মৃত্যুবার্ষিকীতে ইমরুলের আবেগঘন বার্তা

‘আমি আর তামিম বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি’

আমি হয়ত কোচদের খুশি করতে পারি না : ইমরুল