Scores

যে কারণে দল থেকে বাদ ইমরুল

ইমরুল কায়েস- জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের একজন। তার পারফরম্যান্স যে পড়তির দিকে এমনটা নয়; কিন্তু বাঁহাতি এই ওপেনার জায়গা পাননি নিউজিল্যান্ড সফরের টেস্ট ও ওয়ানডে দলে।

যে কারণে দল থেকে বাদ ইমরুল
ইমরুল কায়েস। ফাইল ছবি: বিডিক্রিকটাইম

বিশ্বকাপকে সামনে রেখে এখন যখন দলের সেরা ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার সময় সেক্ষেত্রে ইমরুলের মত পরীক্ষিত সিনিয়র ক্রিকেটার বাদ পড়ার ব্যাপারটি অবাক করেছে অনেককেই। তবে দল ঘোষণার পর নির্বাচকরা ব্যাখ্যা দিয়েছেন ইমরুলকে নিয়ে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, দল থেকেই এমন কাউকে চাওয়া হচ্ছিল যিনি নিউজিল্যান্ডের কন্ডিশনে ফাস্ট বোলারদের ভালোভাবে সামলাতে পারবেন। আর এ কারণেই ইমরুলের বদলে দলে ডাক পেয়েছেন হুট করে বিপিএলে একটি বড় ইনিংস খেলে আলোচনায় আসা সাব্বির।

নান্নু বলেন, টিম ম্যানেজমেন্ট থেকে এমন কাউকে চাচ্ছিলো যে ফাস্ট বোলারদের ভালো মোকাবেলা করতে পারে। এজন্য ইমরুল কায়েসের জায়গায় সাব্বির রহমানকে বিবেচনা করা হয়েছে।’

Also Read - যে কারণে ওয়ানডে দলে সাব্বির-তাসকিন


নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই সাব্বিরকে দলে আনা, কিংবা বাজে ফর্ম না করেও ইমরুলকে বাদ দেওয়া- এসব সিদ্ধান্ত সবার আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে বলে জানান নান্নু। তবে বাঁহাতি ওপেনার যে বিশ্বকাপের পরিকল্পনার বাইরে চলে যাননি, এমনটিও দাবি করলেন প্রধান নির্বাচক, সবকিছু টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন নয় যে ইমরুলকে আমরা বিশ্বকাপের পরিকল্পনা থেকে বাদ দিয়ে দিয়েছি।’

ইমরুল আবারও দলে ফিরবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করে নান্নু বলেন, তিনটা ওয়ানডে আছে। ইমরুল আমাদের ৩২ জন ক্রিকেটারের পুলের মধ্যেই আছে। আশা করি সে ভালো অবস্থানে চলে আসবে।’

সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হয়ে এ সময় সাব্বিরের পক্ষে কিছুটা সাফাই-ই গাইতে হল নান্নুকে। তিনি বলেন, টিম ম্যানেজমেন্টের কোনো খেলোয়াড়কে নিয়ে চাহিদা থাকলে নির্বাচক প্যানেল সেটাতে রাজি হতে হবে। দেশের জন্য আমরা কাজ করছি, দেশের ভালোটা চাচ্ছি। আমরা প্লেয়ারদের কাছ থেকে বেস্ট পারফরম্যান্সটাই চাই। সাব্বির এমন কোনো খেলোয়াড়ও না যে সে আউট অফ এভরিথিং।’

আরও পড়ুন: শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলেন মুশফিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

ইংল্যান্ড স্কোয়াডে স্টোকসের বদলি রবিনসন

ইমরান খান ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছে : জাভেদ মিয়াঁদাদ

আইসোলেশনে পাঠানো হলো হাফিজকে

ব্রডের ঘটনায় উঠে এল মাশরাফি আর বাংলাদেশের নাম