ইমার্জিং কাপে ফেভারিট বাংলাদেশ : ভারতের অধিনায়ক
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আট দলের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ইমার্জিং টিমস এশিয়া কাপ। এর আগে মঙ্গলবার রাতে উন্মোচিত হয় টুর্নামেন্টের ট্রফি। সেখানে ভারতের অধিনায়ক রাভি শরথ জানান তার চোখে ইমার্জিং কাপে এখন ফেভারিট স্বাগতিক বাংলাদেশ।
ট্রফি উন্মোচনী শেষে রাভি শরথ বলেন, “সবগুলো দলই ভালো, প্রতিটি দলই চ্যালেঞ্জিং। এখনই কোন দলকে ফেভারিট বলতে পারছি না, তবে নিজেদের কন্ডিশনে খেলা বলে আমি মনে করি বাংলাদেশই এই মুহুর্তে ফেভারিট।”
নিজেদের দল নিয়ে তিনি বলেন, “আমাদের দললে অনেক তরুণ ক্রিকেটার আছে। আমাদের বোর্ড তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করছে।”
ভারতের অধিনায়ক রাভি শরথ কর্ণাটকের ক্রিকেটার। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন প্রথম শ্রেনির ক্রিকেটের ৬ ম্যাচ, ১২ লিস্ট এ ম্যাচ এবং ১৩ টি-২০।
Also Read - বিপিএলে চার দলের নাম চূড়ান্তইমার্জিং কাপে গ্রুপ এ তে লড়বে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩, পাকিস্তান অনূর্ধ্ব-২৩, আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ এবং ওমান। বি গ্রুপে লড়বে ভারত অনূর্ধ্ব-২৩, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩, হং কং এবং নেপাল। টুর্নামেন্টের প্রথম দিন ওমানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩, পাকিস্তান অনূর্ধ্ব-২৩ এর বিপক্ষে খেলবে আফগানিস্তান অনূর্ধ্ব-২৩। বি গ্রুপের খেলায় নেপালের প্রতিপক্ষ ভারত অনূর্ধ্ব-২৩ এবং স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ হং কং।
বাংলাদেশ ইমার্জিং দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, ইয়াসির আলী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, সৌম্য সরকার, তানভীর ইসলাম, মাহমুদ হাসান, মেহেদী হাসান রানা, সুমন খান, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আবু হায়দার রনি, মাহাদি হাসান।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
১২