ইয়াসিরের অর্ধশতক, পঞ্চাশের পথে হৃদয়
আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়েছেন ইয়াসির আলী চৌধুরী। তার অর্ধশতকে ভর করে লিডের পরিমাণ বড় করছে বাংলাদেশ ইমার্জিং দল।
দিনের প্রথম সেশনে অর্ধশতক না পাওয়ার আক্ষেপে সাজঘরে ফেরেন সাইফ হাসান (৪৯) ও মাহমুদুল হাসান জয় (৪২)। দ্বিতীয় সেশনে দলের হাল ধরেন ইয়াসির। তাকে দারুন সঙ্গ দেন তৌহিদ হৃদয়। দুজনের ব্যাটে বাংলাদেশের লিড ছাড়িয়েছে পঞ্চাশ।
Also Read - রোড সেফটি টুর্নামেন্টের ছয় দলের স্কোয়াড চূড়ান্তএই প্রতিবেদন লেখার সময় ৬৫.৩ ওভার খেলা হয়েছে, তাতে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৩৫ রান।
[বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভসের মধ্যকার ম্যাচের লাইভ স্কোর দেখতে ক্লিক করুন এখানে]
৮৩ বলে ৬৮ রান করে ক্রিজে রয়েছেন ইয়াসির, তিনি হাঁকিয়েছেন ৭টি চার ও ৩টি ছক্কা। ৬৭ বলে ৩৩ রান করে অপরাজিত আছেন হৃদয়।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১৫১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড উলভস। তানভির ইসলাম শিকার করেন ৫টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (২য় দিন)
টস : আয়ারল্যান্ড উলভস
আয়ারল্যান্ড উলভস ১ম ইনিংস : ১৫১/১০ (৬৭ ওভার)
ক্যামফার ৩৮, টাকার ২০, ম্যাককলাম ১৯
তানভির ৫৫/৫, সাইফ ১৫/২, এবাদত ৩২/২, খালেদ ২০/১
বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ২৩৫/৩ (৬৫.৩ ওভার)
ইয়াসির ৬৮*, সাইফ ৪৯, জয় ৪১, তামিম ৪১, হৃদয় ৩৩*
ডেলানি ৩৬/১, হিউম ৪৭/১, টেক্টর ৭৫/১
বাংলাদেশ ইমার্জিং দলের লিড ৮৪ রান।
ম্যাচটি সরাসরি দেখুন-