ইয়ো ইয়ো টেস্টে ইমরুলের বাজিমাত
সাধারণত বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেস টেস্টের জন্য নেওয়া হয় বিপ টেস্ট। তবে আসন্ন কর্পোরেট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জন্য আয়োজন করা হয়েছে ইয়ো-ইয়ো টেস্টের। সেখানে নিজের দুর্দান্ত ফিটনেসের প্রমাণ রেখেছেন ইমরুল কায়েস।
ইয়ো ইয়ো টেস্টে ২০.১ মার্ক তুলতে সক্ষম হয়েছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। এর আগে চমক দেখিয়েছিলেন পেস বোলার আল-আমিন হোসেন। গতকাল ইমরুল কায়েসের সাথে এ ট্রায়ালে অংশ নিয়েছিলেন মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত ও মুস্তাফিজুর রহমান। তাদের জন্য ১৮ মার্ককে লক্ষ্য হিসেবে ঠিক করে দেওয়া হয়। ঠিক ১৮ মার্কই তুলেন শান্ত ও মুস্তাফিজুর।
সোমবার এ টেস্টের ট্রায়াল দিয়েছিলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, তাইজুল ইসলাম, আল আমিন হোসেন, আবু হায়দার রনি। সেখানে সর্বোচ্চ ২২.১ নম্বর তুলেছিলেন আল-আমিন।
Also Read - ব্যাটিংয়ে আলো ছড়ালেও বোলিংয়ে ‘আনফিট’ মৃত্যুঞ্জয়প্রসঙ্গত, ইয়ো ইয়ো টেস্ট অতীতের অন্য ফিটনেস পরীক্ষাগুলোর চেয়েও কঠিন এবং কষ্টসাধ্য। বিপ টেস্টের মত ইয়ো ইয়ো টেস্টেও ক্রিকেটারদের একটি মার্ক তুলতে হয়। যদিও সব জায়গায় বেঞ্চ মার্ক সমান নয়। ভারতে ক্রিকেটারদের ১৬.১ বেঞ্চমার্ক স্পর্শ করতে হয়; যা পাকিস্তানে ১৭.৪, শ্রীলঙ্কায় ১৭.৪, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে ১৯ মার্ক।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।