Scores

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে

স্টিভ রোডসকে বিদায় বলে দেওয়ার পর নতুন কোচ খুঁজছে বাংলাদেশের ক্রিকেট। সেই কোচ হওয়ার দৌড়ে আছেন অনেকেই। তবে এগিয়ে আছেন চন্ডিকা হাথুরুসিংহে।

সাবেক এই টাইগার কোচ ২০১৭ সালে বাংলাদেশের ক্রিকেটকে বিদায় জানিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলের প্রধান কোচের আসনে বসেন। তবে নানাবিধ কারণে বোর্ড ও খেলোয়াড়দের সাথে তার দ্বন্দ্ব লেগেই ছিল। তাই সম্পর্কটা পোক্ত হয়নি।

Also Read - শীর্ষে থেকেই ফাইনালে বাংলাদেশ


এ কারণে তার মনোযোগ আবারো বাংলাদেশের ক্রিকেটে। সম্প্রতি তার কোচিংয়ে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে ঘরের মাঠের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। তাতেও চাকরি টেকাতে পারেননি।

তবে হাথুরুসিংহের এখনই আশাহত হওয়ার কোনো কারণ নেই। কারণ যে দলের কোচিং করিয়ে তিনি বনে গেছেন হেভিওয়েট কোচ, সেই বাংলাদেশ দলের কোচ হওয়ার সুবর্ণ সুযোগ আবারো তার সামনে। আগামী শনিবারের (১১ আগস্ট) মধ্যেই তিনি বিসিবির কাছে সাক্ষাৎকার দেবেন।

বাংলাদেশের কোচ হওয়ার জন্য ইতোমধ্যে সাক্ষাৎকার দিয়েছেন রাসেল ডমিঙ্গো, আলোচনায় আছেন আরও জনা দুয়েক কোচ। তবে সবচেয়ে আলোচিত নাম হাথুরুসিংহেই। লঙ্কান এই সাবেক ক্রিকেটার আবারো বাংলাদেশে এলে তার কাজের সুবিধা বা অসুবিধা থাকবে কি না সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট অঙ্গনে। তবে আগে এই দেশে কাজ করায় আপাতত একটি সুবিধা পাচ্ছেন তিনি।

অন্য কোচদের দেশে এসে সাক্ষাৎকার দিতে হলেও হাথুরুসিংহে শ্রীলঙ্কা বসে মুঠোফোনের ব্যবহারেই সারতে পারবেন সাক্ষাৎকার দেওয়ার বিষয়টি। এই যাত্রায়ও উত্তীর্ণ হয়ে গেলে অদূর ভবিষ্যতে তিনিই ধরবেন সাকিব-তামিমদের শেখান যানের হাল।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ