Scores

ঈদের পর অনুশীলন শুরু করবেন মুস্তাফিজ

আইপিএলের এগারোতম আসর থেকে ফিরে এসে দলের সঙ্গে ভারত উড়াল দেওয়ার কথা ছিল মুস্তাফিজুর রহমানের কিন্তু ঘটনা ঘটলো উল্টো। ফিরে এসেই ইনজুরির কারণে ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য। নিজের ইনজুরির কথা ম্যানেজমেন্টকে জানান পুরো দল ভারতে উড়াল দেওয়ার আগের দিন। আইপিএলের ধকল শেষ হওয়ার আগেই ইনজুরির সঙ্গে লড়াই করতে হচ্ছে মুস্তাফিজকে।

আইপিএলের চোটে ছিটকে গেলেন মুস্তাফিজুর
ছবিঃ বিডিক্রিকটাইম

মুস্তাফিজ যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে সে জন্য বিসিবির মেডিক্যাল থেকে দেওয়া হয়েছে নানান নির্দেশনা। তবে পায়ের ব্যথা সারছেনা ঈদের আগে। ঈদের পরেই বল হাতে অনুশীলনে নামতে পারবেন মুস্তাফিজ। এমনটিই জানিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। তাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী বহন করতে পারবেন না কোন ভারী জিনিস।

বাংলানিউজকে দেওয়া এক সাক্ষাতকারে বিসিবির মেডিক্যাল বিভাগের কর্মকর্তা জানান, প্রথম তিন সপ্তাহ কোন ওজন বহন করতে পারবেননা মুস্তাফিজ। দেওয়া হয়েছে বেশ কিছু ব্যায়ামও তবে সেগুলো করতে হবে শুয়ে-বসে। এই বিভাগে উন্নতি হওয়ার পরেই দৌড়ানোর অনুমতি পাবেন মুস্তাফিজ।

Also Read - ফিক্সিংয়ে জড়িতদের নাম জানে সিএ!


‘যেহেতু ওর আঙ্গুলে ফ্যাকচার আছে ওকে কিছু ব্যায়াম দেয়া হয়েছে। এগুলো ও শুয়ে বসে করবে। আগামী সপ্তাহে ওকে আমরা আবার দেখবো। যদি দেখি উন্নতি হয়েছে তাহলে হাঁটার অনুমতি দেব। ঈদের পর নাগাদ সে রানিং ও বোলিং শুরু করতে পারবে।’

জানা যায়, আইপিএলেই অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। এই আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে টানা ৬টি ম্যাচ খেললেও সাইড বেঞ্চে ছিলেন পরের ৭টি ম্যাচ। গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামেন এই কাটার মাস্টার। আইপিএল শেষ করেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন মুস্তাফিজ। খেলেন নিজেরদের মধ্যে হওয়া একটি প্রস্তুতি ম্যাচও।

প্রস্তুতি ম্যাচে ৪ ওভার বোলিংও করেন মুস্তাফিজ। তখনো নিজের ইনজুরির কথা কাউকে জানাননি তিনি। ইনজুরির কথা বিসিবিকে আগে না জানানোর জন্য মুস্তাফিজের উপর বেশ চটেছেন বেশ কয়েকজন কর্মকর্তা। মুস্তাফিজের ইনজুরিতে হতাশা প্রকাশ করেছেন দলের কোচ ওয়ালশও। আগামী মাসেই উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগেই ফিট হয়ে মাঠে নামতে চাইবেন মুস্তাফিজ।

আরও পড়ুনঃ ফিক্সিংয়ে জড়িতদের নাম জানে ক্রিকেট অস্ট্রেলিয়া!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কেকেআরের শিরোপা জয়ে সাকিবের অবদান স্মরণ

‘সাকিব আমাদের সুপারস্টার’

বিদেশি লিগে খেলার আর্জি বাড়ছে ভারতীয়দের

বিশ্বকাপ না হলে আইপিএল কেন- বর্ডারের প্রশ্ন

করোনায় ক্ষতিগ্রস্ত ক্রিকেটের যত সিরিজ