Scores

ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

গুরুত্বপূর্ণ উইন্ডিজ সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা প্রস্তুত হচ্ছেন আরও একটি দীর্ঘ ভ্রমণের জন্য। এরই মধ্যে ঈদ কাটাতে বেশিরভাগ ক্রিকেটার পাড়ি জমিয়েছেন নিজ নিজ বাড়িতে। কেউ রয়ে গেছেন ঢাকায়, আবার কেউ অবস্থান করছেন বিদেশ-বিভূঁইয়ে। কেউ আবার ইনজুরির সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন দ্রুত মাঠে ফেরার প্রত্যাশা নিয়ে।

বর্তমানে তারকা ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ভালো মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। ঈদ উল ফিতর উপলক্ষ্যে অনেক ক্রিকেটারই ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। কামনা করেছেন দেশ ও জাতির মঙ্গল, শুভ বার্তা জানানোর পাশাপাশি চেয়েছেন শুভ কামনা।

Also Read - বিদ্রোহ ভাঙলেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা


  • সাকিব আল হাসানঃ ঈদ উদযাপন করতে বাংলাদেশ দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ সাকিব আল হাসানের ফেসবুক পোস্ট

সাকিবের ঈদ অবশ্য গত হয়েছে শুক্রবারই। বাংলাদেশে ঈদ উদযাপিত হচ্ছে শনিবার। সুদূর যুক্তরাষ্ট্র থেকে ফেসবুকের মাধ্যমে সাকিব জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। নিজের ফেসবুক পোস্টে সাকিব লিখেন, ‘স্নেহ, ভালোবাসা, উচ্ছ্বাসে পরিপূর্ণ হোক আপনার ঈদ। আনন্দধ্বনি ও জয়বার্তা হয়ে উঠুক এই ঈদ ও জীবনের অংশ। সকলকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা!’

  • মাহমুদউল্লাহ রিয়াদঃ দুই ফরম্যাটে সাকিবের ডেপুটি মাহমুদউল্লাহ রিয়াদও ফেসবুকের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ মাহমুদউল্লাহ রিয়াদের ফেসবুক পোস্ট

তার অফিসিয়াল ফেসবুক পেইজে নিজের একটি ছবি সংযুক্ত করে রিয়াদ লিখেন, ‘সবাইকে ঈদ মোবারক! আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর রহমত ও সহায়তা আরোপিত হোক।’ এরপর পাঞ্জাবি পরিহিত অবস্থায় নিজের আরও একটি ছবি আপলোড করে আবারও ঈদের শুভেচ্ছা জানান মাহমুদউল্লাহ রিয়াদ।

  • মুশফিকুর রহিমঃ স্বজনদের সাথে ঈদগাহে অবস্থানরত ছবি সংযুক্ত করে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ মুশফিকুর রহিমের ফেসবুক পোস্ট

ঈদের দিন (শনিবার) সকালে আপলোড করা ঐ ছবির সাথে সংযুক্ত করে মুশফিক লিখেন, ‘ঈদ মোবারক’

  • তামিম ইকবালঃ নিজের ছবি সহকারে পোস্টার বানিয়ে ফেসবুকে সংযুক্ত করে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ তামিম ইকবালের ফেসবুক পোস্ট

মুশফিকের মত তামিমও ছবির সাথে লিখেন, ‘ঈদ মোবারক’। তার পোস্টে ঈদের শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার সমর্থকরা।

  • নাসির হোসেনঃ ইনজুরি সারাতে অস্ট্রেলিয়ায় শল্যবিদের ছুরির নিচে যেতে হয়েছে দিন কয়েক আগে।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ নাসির হোসেনের ফেসবুক পোস্ট

নাসির হোসেন এখনও দিনরাত কাটাচ্ছেন বিছানায়। ফেসবুকে এক ভিডিও বার্তায় ঈদ শুভেচ্ছা জানানোর পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

  • তাসকিন আহমেদঃ বাবার পাশে দাঁড়িয়ে ছবি আপলোড করে নিজের ফেসবুক পেইজের মাধ্যমে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ তাসকিন আহমেদের ফেসবুক পোস্ট

ইনজুরির কারণে নাসিরের মত তিনিও কাটাচ্ছেন দুঃসময়। ঈদের আনন্দ তাকে দিয়েছে একটু ভালো লাগার মুহূর্ত। ছবিতে বাবা-ছেলে দুজনের গায়েই একই ধরণের পাঞ্জাবি।

  • রুবেল হোসেনঃ ফেসবুক পোস্টের মাধ্যমে ঈদের শুভেচ্ছা ভাগাভাগি করেছেন রুবেল হোসেনও।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ রুবেল হোসেনের ফেসবুক পোস্ট

নিজের স্বীকৃত ফেসবুক পেইজে তিনি লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে’

  • মুমিনুল হকঃ জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক ফেসবুকে জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ মুমিনুল হকের ফেসবুক পোস্ট

তার পেইজে দেওয়া এক স্ট্যাটাস তিনি উল্লেখ করেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই সুখী হোন এবং আপনাদের প্রিয় পরিবারের সাথে উপভোগ্য সময় কাটান। আল্লাহর রহমত সবসময় আমাদের সাথে থাকুক।’

  • শামসুর রহমানঃ ঈদ-শুভেচ্ছা জানিয়ে জাতীয় দলের একসময়ের নিয়মিত ক্রিকেটার শামসুর রহমান শুভ তার ফেসবুক পেইজে লিখেন, ‘রোজার শেষভাগ এবং ঈদ উল ফিতর উদযাপন করা সবাইকে আমার পক্ষ থেকে শুভ কামনা জানাচ্ছি।’
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা
ছবিঃ শামসুর রহমান শুভর ফেসবুক পোস্ট

‘আল্লাহ যেন আমাদের রোজা কবুল করে নেন এবং আমাদের সঠিক মুসলিম হতে সাহায্য করেন।’– লিখেন তিনি।

আরও পড়ুনঃ আলোচিত ব্যাঙ্গালোর টেস্টে যত রেকর্ড

Related Articles

টেস্ট র‍্যাংকিংয়ে তামিম, মুশফিক, মুমিনুল ও তাইজুলের উন্নতি

তামিম-সাইফ-শান্তকে হারিয়ে বিপদে বাংলাদেশ

তামিমের ‘উইকেটটি’ পেতে মুখিয়ে ছিলেন প্রবীণ

আবারও তামিমের সেঞ্চুরি মিস, ফিরলেন মুশফিকও

তাসকিনের ‘৪’ উইকেট, তামিমের আক্রমণাত্মক সূচনা