Scores

‘উঁচু মান বজায় রেখেই খেলেছি’

টেস্ট সিরিজে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণে দুর্দান্ত এক সিরিজ জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুম টেস্টে সহজ জয় পেলেও সিরিজে বাংলাদেশকে একটুও ছাড় দিয়ে খেলেনি দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সিরিজ দিয়েই দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে অভিষেক ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক খ্যাতিমান ক্রিকেটার ওতিস গিবসনের। সম্প্রতি তিনি আবারও মনে করিয়ে দিলেন তার দলের পারফরমেন্সে ছাড় না দেওয়ার মানসিকতার কথা।

দক্ষিণ আফ্রিকার নতুন কোচ ওটিস গিবসন

গিবসন বলেন, আমি ছেলেদের বলেছিলাম যদি তোমরা মনে কর প্রতিপক্ষ সেরকম মানের নয়, তাহলে তোমাদের সেই মান বজায় রাখতে হবে আমরা সেরকম উঁচু মান বজায় রেখেই খেলেছি

Also Read - র‍্যাংকিংয়ে নেমে গেলো পাকিস্তান


দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে ভালো করা যেকোনো দলের জন্যই কঠিন। যথারীতি বাংলাদেশ দল টেস্ট সিরিজে রীতিমতো নাকানিচুবানি খেয়েছে। গিবসন জানান, সিরিজটি যে স্বাগতিকদের জন্য সহজ হতে যাচ্ছে সেটি তারা বুঝতে পারছিলেন আগে থেকেই- মৌসুম শুরুর আগে সবাই বলেছিল সিরিজটা সহজেই হবে  আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে সেটি ক্রিকেট খেলেই তবে আমরা এই পারফরম্যান্সে খুশি

কদিন আগে সব ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হয়েছেন ফাফ ডু প্লেসিস। প্রোটিয়া অধিনায়ক, কোচ ও নির্বাচকরা যে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে পরিকল্পনা করে যাচ্ছেন, গিবসন জানালেন সেটিও। তিনি বলেন, ২০১৯ সালের আগে আমরা ৩০ থেকে ৩৫টি ওয়ানডে খেলার সুযোগ পাবো এই সময়ে আমার, ফাফ নির্বাচকদের লক্ষ্যই থাকবে খেলোয়াড়দের দিকে যারা খাদের কিনারে থাকবে তাদের সুযোগ দেওয়ার লক্ষ্য থাকবে

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন না দলের সেরা খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স। তবে সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার ফিরবেন সীমিত ওভারের সিরিজে। তার প্রসঙ্গে ইংল্যান্ডের ‘সদ্য সাবেক’ বোলিং কোচ বলেন, ডি ভিলিয়ার্সকে দেখার অপেক্ষায় আছি ওর সঙ্গে হালকা কথা হয়েছে তবে মুখোমুখি এখনও সেভাবে কথা হয়নি

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘১৫ বিশ্বকাপের পরে বিষণ্ণতায় ভুগছিলেন ডি ভিলিয়ার্স

ম্যান্ডেলা দিবসে মাঠে গড়াবে প্রোটিয়াদের অদ্ভুত ম্যাচ

সরকারের আপত্তিতে স্থগিত এবি-ডি ককদের অদ্ভুত ম্যাচ

বাংলাদেশে কেন কোহলি-ডি ভিলিয়ার্সরা আসে না?; নাফীসের ব্যাখ্যা

কোহলি ক্রিকেটের ফেদেরার, স্মিথ নাদাল: ডি ভিলিয়ার্স