Scores

উইন্ডিজকে হোয়াইটওয়াশে রেটিং বাড়লো বাংলাদেশের

সফরকারী উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জয়ের পর আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে রেটিং বেড়েছে স্বাগতিক বাংলাদেশের। রেটিং বাড়লেও অল্পের জন্য র‍্যাঙ্কিংয়ের আটে ওঠা হয়নি সাকিব আল হাসানদের। অন্যদিকে স্বাগতিক দলের দাপুটে পারফর্ম্যান্সে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতায় রেটিং হারিয়েছে উইন্ডিজ।

 

উইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়ের পর।
উইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

৬১ রেটিং নিয়ে ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু করে বাংলাদেশ। জিম্বাবুয়ের কাছে আগের সিরিজে একটি টেস্ট হারায় ২-০ ব্যবধানে জিতলেও র‍্যাঙ্কিংয়ের আটে ওঠা হবে না তা জানা ছিল আগে থেকেই। তবুও রেটিং বাড়িয়ে নেওয়ার পাশাপাশি উইন্ডিজের সাথে ব্যবধান কমানোর হাতছানি ছিল সাকিবদের সামনে।

সিরিজ শেষে যা সফলভাবে করতে সক্ষম হয়েছে টাইগাররা। ঘরের মাটিতে ক্যারিবীয়ানদের বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়ে নিজেদের নামের পাশে ৮ রেটিং পয়েন্ট যুক্ত করেছে বাংলাদেশ। যার ফলে বর্তমানে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৯-এ।

Also Read - ২০১৮ সালে টেস্টে ব্যাট-বল হাতে টাইগারদের রাজত্ব


বাংলাদেশের রেটিংয়ে উন্নতির পক্ষান্তরে সিরিজ হারের ফলে ৬ রেটিং হারিয়ে উইন্ডিজের বর্তমান রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭০-এ। অর্থাৎ ৭৬ রেটিং নিয়ে সিরিজ শুরু করা দলটি মাত্র ১ রেটিংয়ে এগিয়ে থেকে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে অষ্টমস্থানে!

হেটমেয়ার-ডাওরিচে ভরসা উইন্ডিজের
রেটিং বাড়লেও অল্পের জন্য র‍্যাঙ্কিংয়ের আটে ওঠা হলো না বাংলাদেশের।

এদিকে, ১১৬ রেটিং নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সফল সিরিজ শেষে তালিকার দ্বিতীয়স্থানে ওঠে এসেছে ইংল্যান্ড। তাদের অর্জনে রয়েছে ১০৮ রেটিং। দুই রেটিং কম নিয়ে তালিকার তিনে দক্ষিণ আফ্রিকা ও সমান ১০২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চমস্থানে অবস্থান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার।

তাছাড়া ৯৫ রেটিং নিয়ে তালিকার ছয়ে পাকিস্তান ও ৯৩ রেটিং নিয়ে তালিকার সাতে অবস্থান করছে শ্রীলঙ্কা। এরপরের দুই অবস্থানেই রয়েছে উইন্ডিজ আর বাংলাদেশ। আর ১৩ রেটিং নিয়ে র‍্যাঙ্কিংয়ের তলানিতে অবস্থান জিম্বাবুয়ের।

এক নজরে সবশেষ আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-

১. ভারত – ১১৬ রেটিং।

২. ইংল্যান্ড- ১০৮ রেটিং।

৩. দক্ষিণ আফ্রিকা- ১০৬ রেটিং।

৪. নিউজিল্যান্ড- ১০২ রেটিং।

৫. অস্ট্রেলিয়া- ১০২ রেটিং।

৬. পাকিস্তান- ৯৫ রেটিং।

৭. শ্রীলঙ্কা- ৯৩ রেটিং।

৮. উইন্ডিজ- ৭০ রেটিং।

৯. বাংলাদেশ- ৬৯ রেটিং।

১০. জিম্বাবুয়ে- ১৩ রেটিং।

[বি.দ্র. এই টেস্ট র‍্যাঙ্কিংটি ২রা ডিসেম্বর ২০১৮ তারিখ অনুসারে।]


আরও পড়ুনঃ বাংলাদেশের যত টেস্ট সিরিজ জয় ও হোয়াইটওয়াশ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

টেস্ট র‍্যাঙ্কিংয়ে চার পাকিস্তানির উত্থান

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন দুই অস্ট্রেলিয়ান

টেস্ট র‍্যাকিংয়ে সাকিবের পিছিয়ে পড়ার কারণ

টেস্ট র‍্যাঙ্কিংয়ে স্মিথ-লায়নের উত্থান

টেস্টে বাৎসরিক হালনাগাদে বাংলাদেশের জন্য দুঃসংবাদ