Scores

উইন্ডিজের এক সপ্তাহের আগের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়েছিল উইন্ডিজ। সেই রেকর্ড এক সপ্তাহের বেশি টিকল না। টিকতে দেয়নি ইংল্যান্ড। যেন এক মধুর প্রতিশোধ নিয়েছে সফরকারীরা।

উইন্ডিজের এক সপ্তাহের আগের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড

প্রথম ম্যাচে ৩৬০ রানের বিশাল স্কোর গড়ে উইন্ডিজ। যদিও এ পাহাড়সম লক্ষ্য তাড়া করে জয়ের হাসি হাসে ইংল্যান্ড। ব্যাটিংয়ে ২৩ টি ছক্কা হাঁকায় উইন্ডিজের ব্যাটসম্যানরা। ব্রিজটাউনে সেদিন মলিন ছিল ইংলিশ বোলারদের মুখ। গ্রানাডায় যেন সেই প্রতিশোধটা নিল ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। উইন্ডিজের বোলারদের বলে ২৪ টি ছক্কা হাঁকিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছে ইংল্যান্ড।

Also Read - ম্যাক্সওয়েলের তাণ্ডবে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ ভারত


ওপেনিং জুটিটাই ছিল দুর্দান্ত। দুই ওপেনার জনি বেয়ারস্টো আর অ্যালেক্স হেলস মিলে গড়েন শতরানের জুটি। বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ৪ টি ছক্কা আর হেলস মারেন ২ টি।

জো রুট ক্রিজে এসে থিতু হতে পারেননি। ৫ রান করে বিদায় নেন। দলীয় ১৬৫ রানের মাথায় ফিরে যান হেলস। ৮২ রান করেন তিনি। এরপর ইয়ন মরগান আর জস বাটলার মিলে গড়েন ২০৪ রানের জুটি। দুজন মিলে যেন টর্নেডো চালান। জস বাটলারের ব্যাট ছিল উত্তাল। ৬০ বলে শতক পূর্ণ করেন তিনি। মরগান শতক স্পর্শ করেন ৮৬ বলে।

ছয় ছক্কা ও আট চারে সাজানো ১০৩ রানের ইনিংস খেলে কটরেলের শিকার হন ইয়ন মরগান। তবে ঝড় চালিয়ে যান জস বাটলার। শেষ ওভারে ফেরার আগে ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ডকে রেকর্ডের মালিক করেন তিনি। ২৪ ছক্কার অর্ধেকই এসেছে ৭৭ বলে ১৫০ রান করা এ ব্যাটসম্যানের ব্যাট থেকে।

এক নজরে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড

১। ইংল্যান্ড- ২৪ ছক্কা, বনাম উইন্ডিজ, গ্রানাডা (২৭ ফেব্রুয়ারি, ২০১৯)
২। উইন্ডিজ- ২৩ ছক্কা বনাম ইংল্যান্ড, ব্রিজটাউন (২০ ফেব্রুয়ারি, ২০১৯)
৩। নিউজিল্যান্ড- ২২ ছক্কা বনাম ওয়েস্ট ইন্ডিজ, কুইন্সটাউন (১ জানুয়ারি, ২০১৪)
৪। দক্ষিণ আফ্রিকা- ২০ ছক্কা বনাম ভারত, মুম্বাই ( ২৫ অক্টোবর, ২০১৫)
৫। ভারত- ১৯ ছক্কা বনাম অস্ট্রেলিয়া, বেঙ্গালুরু (২ নভেম্বর, ২০১৩)
৬। অস্ট্রেলিয়া- ১৯ ছক্কা বনাম ভারত, বেঙ্গালুরু (২ নভেম্বর, ২০১৩)
৭। ওয়েস্ট ইন্ডিজ- ১৯ ছক্কা বনাম বাংলাদেশ, সেন্ট কিটস (২৫ অগাস্ট, ২০১৪)
৮। ওয়েস্ট ইন্ডিজ- ১৯ ছক্কা বনাম জিম্বাবুয়ে, ক্যানবেরা (২৪ ফেব্রুয়ারি, ২০১৫)
৯। ওয়েস্ট ইন্ডিজ- ১৯ ছক্কা বনাম সংযুক্ত আরব আমিরাত, হারারে (৬ মার্চ ২০১৮)


আরো পড়ুন : উইলিয়ামসনও টানলেন শ্রীলঙ্কার উদাহরণ


 

Related Articles

সাংবাদিকের প্রশ্নে রেগে আগুন ফাওয়াদ

ডি ভিলিয়ার্সের মিউজিক ভিডিওতে গাইলেন কোহলি-স্টেইনরা

কোন টুর্নামেন্টে কত ছক্কা হাঁকিয়েছেন গেইল?

দুঃসময়ে হারুন লরগাতকে ফেরাল প্রোটিয়ারা

শাহীন-ওয়াহাবের বোলিংয়ে ম্লান টেলরের শতক