Scores

উইন্ডিজের কাছে এই উইকেট ব্যাটিং-বান্ধব!

চট্টগ্রাম টেস্টে স্পিনারদের ছড়ি ঘোরানোর পর ঢাকা টেস্টেও স্পিন বান্ধব উইকেটের আভাস পাওয়া গিয়েছিল। যদিও ঢাকা টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ বেশ ভালোভাবেই পার করেছে।

উইন্ডিজের কাছে এই উইকেট ব্যাটিং-বান্ধব!

যদিও বাংলাদেশের একাদশ বলছে, এই ম্যাচেও সুবিধা পাবেন স্পিনাররা। একাদশে রয়েছেন চারজন স্পিনার, নেই কোনো পেসার। এবারই প্রথম কোনো পেসার ছাড়াই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।তবে এতকিছুর পরও ক্যারিবীয় ক্রিকেটার দেবেন্দ্র বিশুর দাবি, এই উইকেট ব্যাটসম্যানদের জন্যই সহায়ক হবে।

Also Read - ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ, সাদমানের অভিমত

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বিশু বলেন, পিচ গত টেস্টের থেকে ভালোকিছুটা মন্থর তবে অপেক্ষাকৃত ফ্ল্যাট বলা চলেএই উইকেট ব্যাটিং সহায়কদেখার বিষয় কতক্ষণ এমন থাকে।’

দিনশেষে বাংলাদেশের সাতটি উইকেট তুলে নিতে না পারার আক্ষেপ বিশুর কণ্ঠে। তবে সেই আক্ষেপ পুষিয়ে নিতে চান দ্বিতীয় দিনের শুরুতেই। বিশুর বলেন, দিন শেষে আমাদের আরও দুইটি উইকেট নেয়া উচিত ছিলতবে ২৫৯ রানে ৫ উইকেট আমাদের কঠোর পরিশ্রমের ফসলআগামীকাল দুটি উইকেট নিতে হবে, তাহলে নিচু সারির ব্যাটসম্যানদের বল করা যাবে।’

আগামী দুইদিনও উইকেট ব্যাটসম্যানদের পক্ষে থাকে, এমন প্রত্যাশা ব্যক্ত করে বিশু বলেন, উইকেট টেস্টের প্রথম তিন দিন ভাঙ্গবে নাব্যাটসম্যানদের পক্ষে কথা বলবেতৃতীয় দিন বিকেল বেলা থেকে কেমন আচরণ করে সেটাই দেখার বিষয়।’

যদিও উইকেটের উপর খুব একটা নির্ভর করে থাকতে চান না বিশু। বরং নিজেদের কাজ ঠিকভাবে করাতেই মনোযোগ এই স্পিনারের, অবশ্য উইকেট কেমন আচরণ করে সেটা তেমন গুরুত্বপূর্ণ নাআমাদের ভালো ব্যাট করতে হবেআমাদের ম্যাচটি জিততে খেলতে হবেম্যাচে এখনও অনেক সময় বাকিআমাদের কী করা উচিত আমরা সেই বিষয়ের প্রতি নজর দিচ্ছিস্পিনারদের বিপক্ষে কীভাবে ভালো ব্যাট করার যায় আমাদের সেই পথ বের করতে হবে।’

আরও পড়ুন: বাবার সমর্থনেই এতদূর সাদমান


Related Articles

ডাবল সেঞ্চুরির পথে রুট, পাহাড়সম লিডের পথে ইংল্যান্ড

‘৮০০’ উইকেটের রেকর্ড স্পর্শ করবেন অশ্বিন, ধারণা মুরালির

চোখ ধাঁধানো অভিষেকের পর ছিটকে গেলেন পুকোভস্কি

শ্রীলঙ্কার টেস্ট দলে ফিরলেন ম্যাথিউস

ভারতের শর্ত মেনে চূড়ান্ত হল ব্রিসবেন টেস্ট