SCORE

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রুবেল

আগামী জুনে উইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পরেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে উইন্ডিজে যাবে বাংলাদেশ। এই সিরিজে থাকছে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি। টেস্ট দিয়েই শুরু হবে বাংলাদেশের উইন্ডিজ সফর। জুলাইতে আরম্ভ হবে দুই দলের মধ্যকার সিরিজটি।

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রুবেল

এই সিরিজের জন্য কয়েকদিনের মধ্যেই ঘোষণা করবে বাংলাদেশের প্রাথমিক দল। তার আগে ১৩’ই মে থেকে আরম্ভ হবে টাইগারদের অনুশীলন ক্যাম্প। দুই দলের মধ্যকার শেষবার পূর্ণাঙ্গ সিরিজ হয়েছিল ২০১৪ সালে। সেবারও উইন্ডিজের মাটিতেই খেলেছিল বাংলাদেশ। সেবার ভালো করতে না পারলেও এবার বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

Also Read - আরেকটি স্মৃতিময় বিশ্বকাপ উপহার দিতে চান রুবেল

কেননা দলের সবাই রয়েছে দুর্দান্ত ফর্মে। তাছাড়া সাম্প্রতিক সময়ে পুরো দলই আছে দারুণ ছন্দে। এইবার উইন্ডিজের মাটিতে তাঁদেরকেই হারানোর কথা বললেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। আইসিসির প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে উইন্ডিজকে টপকে আটে উঠে এসেছে বাংলাদেশ। মূলত সেটিই দলের প্রত্যেক ক্রিকেটারকে অনুপ্রেরণা যোগাবে মনে করছেন রুবেল।

‘ওয়েস্ট ইন্ডিজ র‍্যাঙ্কিংয়ে এখন আমাদের চেয়ে নিচে। এটা ওদের মনে কিন্তু থাকবে। আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন আত্মবিশ্বাস ওদের চেয়ে ভালো থাকবে। কারণ, র‍্যাঙ্কিংয়ে কিন্তু আমরা ওদের চেয়ে এখন এগিয়ে। আমার মনে হয়, এটা ক্রিকেটারদের খুব সহায়তা করবে।’

শুধু টেস্ট র‍্যাঙ্কিংই নয়, ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও উইন্ডিজের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। ৬৯ রেটিং নিয়ে আইসিসির র‍্যাঙ্কিংয়ের নয়ে অবস্থান করছে উইন্ডিজ এবং ৯৩ রেটিং নিয়ে সাতে রয়েছে টাইগাররা। আগামী ৪ জুলাই অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। সেন্ট কিটসে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হলেও বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ফ্লোরিডায়।

এক নজরে বাংলাদেশের উইন্ডিজ সফরের সূচিঃ

টেস্ট সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ম্যাচ ২৮-২৯ জুন, অ্যান্টিগা
প্রথম টেস্ট ০৪-০৮ জুলাই, অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট ১২-১৬ জুলাই, জ্যামাইকা

ওয়ানডে সিরিজ

ম্যাচ-তারিখ-ভেন্যু
প্রস্তুতি ১৯ জুলাই, জ্যামাইকা
প্রথম ওয়ানডে ২২ জুলাই, গায়ানা
দ্বিতীয় ওয়ানডে ২৫ জুলাই, গায়ানা
তৃতীয় ওয়ানডে ২৮ জুলাই, সেন্ট কিটস

টি-টোয়েন্টি সিরিজ

ম্যাচ – তারিখ – ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ৩১ জুলাই, সেন্ট কিটস
দ্বিতীয় টি-টোয়েন্টি ৪ আগস্ট, ফ্লোরিডা
তৃতীয় টি-টোয়েন্টি ৫ আগস্ট, ফ্লোরিডা

আরও পড়ুনঃ আরেকটি স্মৃতিময় বিশ্বকাপ উপহার দিতে চান রুবেল

Related Articles

এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কার বিদায়

বড় জয় দিয়ে শুরু পাকিস্তানের

অনন্য তামিমে মুগ্ধ সবাই

বিশ্বকাপের টিকিটের আবেদন ছাড়িয়েছে পঁচিশ লক্ষ

ইংল্যান্ডের জয়েই কুকের ক্যারিয়ারের ইতি