Scores

উইন্ডিজে কোচের নজর কেড়েছেন যারা

উইন্ডিজ সফর শেষে গতকাল (৯ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরপর কোচ স্টিভ রোডসকে নিয়ে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সদস্যরা।  উইন্ডিজ সফরের কিছু ক্রিকেটার কোচ স্টিভ রোডসের বাড়তি নজর কেড়েছেন।  বৈঠক শেষে তা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

Also Read - 'লিটন বলেন বা সৌম্য, ওরা ধারাবাহিক না'


উইন্ডিজে টেস্টে সিরিজে টাইগারদের পারফরম্যান্স ছিল নাজুক। তবে নিজের অভিষেক সিরিজেই দারুণ বল করেছেন পেসার আবু জায়েদ রাহী। যার প্রশংসা করেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।দেশে ফিরে কোচও জানিয়েছেন এই পেসারের ব্যাপারে। তবে স্টিভ রোডস চাইছেন বিশেষ গড়নের কিছু বোলার। বৈঠক শেষে এই প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘সে (স্টিভ রোডস) আমাদের কাছে স্পেসিফিক্যালি রাহীর বলও পছন্দ করার কথা বলেছে। রাহী ভালো করেছে। কিন্তু তারা যেটা চায়, সেটা মনে রাখতে হবে। টেস্ট বলতেই চায় লম্বা ও দ্রুতগতির বোলার। আমাদের তো ওরকম নেই। রাহি ও রনির সঙ্গে তিনটা নাম বলেছি আমরা যে দিতে পারব; কিন্তু ওরা যে খুব জোরে বল করে, সেই অবস্থায় নেই। এটা বাস্তবতা।’

সিনিয়র পাঁচ ক্রিকেটার-তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, সব সময়ই বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন। এই পাঁচ ক্রিকেটারের বাইরে তরুণ কিছু ক্রিকেটারের কথা বলেছেন রোডস।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘ওভারঅল সে বলেছে, টেস্ট ম্যাচ খারাপ হয়েছে। কেন খারাপ হয়েছে, তার মতো ব্যাখ্যা দিয়েছে যে, এই এই কারণে খারাপ হয়েছে। তবে ওয়ানডেতে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি, তাতে সে আশাবাদী। প্রথম দিকে আপনি চিন্তা করেন, নতুন কোচ যাওয়ার পরই যদি ওরকম একটা টেস্ট ম্যাচ হয়, ভয় পাওয়ারই কথা। এই ঘুরে দাঁড়ানোটা তার ভালো লেগেছে। বাংলাদেশে যে অনেকগুলো সম্ভাবনাময় ক্রিকেটার আছে, এটা তাকে আশ্বস্ত করেছে। সবচেয়ে বড় কথা, পাঁচ সিনিয়র যে আমাদের বেস্ট প্লেয়ার, এটা আমরা জানি। আজকের না; কিন্তু নতুন কিছু ক্রিকেটার তাকে আকৃষ্ট করেছে। সে যেমন বলেছে, মিরাজের বল ভালো লেগেছে। অপুর বল ভালো লেগেছে।’

[আরও পড়ুনঃ দুই ট্রফি নিয়ে দেশে ফিরলো বাংলাদেশ]

Related Articles

সেই স্কোয়াডের ‘৯ জন’ জায়গা পান জাতীয় দলে

টিম কম্বিনেশনের কারণে দলের বাইরে থাকতেও রাজি রাহী

‘এখন পর্যন্ত ভালো অবস্থানে আছি আমরা’

নিউজিল্যান্ডের পথে আরো চার ক্রিকেটার

এশিয়ার চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ