উইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজের র্যাঙ্কিং দৃশ্যকল্প
রবিবার থেকে শুরু হতে যাচ্ছে স্বাগতিক উইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট র্যাঙ্কিংয়ে অবনমনের পর সীমিত ওভারের এই লড়াইয়েও কঠিন সমীকরণের সামনে সফরকারীরা।
সাদা পোশাকের লড়াইয়ের মতো ওয়ানডে সিরিজে র্যাঙ্কিংয়ে অবনমনের শঙ্কা না থাকলেও, টাইগারদের রেটিং পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে ৫০-ওভারের আসন্ন এই সিরিজে।
Also Read - মুস্তাফিজের উপর চটেছেন বোর্ড সভাপতিতবে রেটিং পয়েন্ট না হারানোরও সুযোগ থাকছে মাশরাফিবাহিনীর সামনে। সেক্ষেত্রে কঠিন পথ পাড়ি দিতে হবে সফরকারীদের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে স্বাগতিকদের বিপক্ষে জিততে হবে সবকয়টি ম্যাচেই। তা করতে পারলে শুধু রেটিং পয়েন্ট বাঁচানোর কাজই হবে না বরং নিজেদের নামের পাশে আরও দুই রেটিং পয়েন্ট যুক্ত হবে টাইগারদের।
৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯৫ পয়েন্টে। সেক্ষেত্রে তাদের উপরের অবস্থানে থাকা অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াবে বাংলাদেশের। ধবলধোলাই বাদে বাংলাদেশ যদি স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে তাহলে বর্তমান রেটিং থেকে ১ পয়েন্ট হারিয়ে সফরকারীদের রেটিং পয়েন্ট পরিণত হবে ৯২ পয়েন্ট। পক্ষান্তরে স্বাগতিক উইন্ডিজের রেটিং বেড়ে হবে ৬৯ পয়েন্ট।
তবে আসন্ন এই সিরিজকে ঘিরে স্বাগতিকদের সামনে থাকছে র্যাঙ্কিংয়ে নিজেদের রেটিং বাড়িয়ে নেওয়ার সুযোগ। বাংলাদেশ থেকে নিচের অবস্থানে থাকায় এই সিরিজ ২-১ ব্যবধানে গেইল-হোল্ডাররা নিজেদের করে নিতে পারলে দলের রেটিং বেড়ে দাঁড়াবে ৭২ পয়েন্টে। আর সিরিজ ৩-০ ব্যবধানে জিততে পারলে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকানোর সন্নিকটে উঠে আসবে ক্যারিবিয়ানরা।
সেক্ষেত্রে বাংলাদেশের রেটিং কমে ৮৫ পয়েন্টে নেমে আসার বিপরীতে স্বাগতিকদের রেটিং বেড়ে দাঁড়াবে ৭৫ পয়েন্টে। যা লঙ্কানদের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলার সুযোগ এনে দিবে গেইলদের।
উইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের র্যাঙ্কিং দৃশ্যকল্প-
বাংলাদেশ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে; বাংলাদেশ ৯৫ রেটিং, উইন্ডিজ ৬৬ রেটিং
বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে; বাংলাদেশ ৯২, উইন্ডিজ ৬৯
উইন্ডিজ ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে; বাংলাদেশ ৮৫, উইন্ডিজ ৭৫
উইন্ডিজ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে; বাংলাদেশ ৮৮, উইন্ডিজ ৭২
আরও পড়ুনঃ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ভ্যান্ডারসে