Scores

উইন্ডিজ সফরের টেস্ট স্কোয়াডে ‘ইন-আউট’ যারা

সোমবার সন্ধ্যায় উইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে ফিরেছেন তিন ক্রিকেটার। আর আগের স্কোয়াড থেকে বাদ পড়েছেন চারজন।

টেস্ট স্কোয়াড
বাংলাদেশ টেস্ট দল। ছবিঃ এপি

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত ফেব্রুয়ারিতে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঐ টেস্ট শুরু হয় ৮ ফেব্রুয়ারি। শ্রীলঙ্কার বিপক্ষে ঐ টেস্টে বাংলাদেশ হেরেছিল ২১৫ রানের বড় ব্যবধানে।

ঐ টেস্টের স্কোয়াডে ছিলেন অথচ উইন্ডিজ সফরের টেস্ট সিরিজের স্কোয়াডে নেই- এমন খেলোয়াড় আছেন তিনজন। এরা হলেন- আব্দুর রাজ্জাক, সাব্বির রহমান মোসাদ্দেক হোসেন সৈকত।

Also Read - “খেলায় আপস অ্যান্ড ডাউনস থাকবেই”


এর মধ্যে রাজ্জাকের বাদ পড়ার নেই কোনো যৌক্তিক কারণ। ৩৬ বছর বয়সী স্পিনার অনেকদিন ধরেই ছিলেন জাতীয় দলের বাইরে। রীতিমত বাধ্য হয়েই তাকে ঐ সিরিজে দলে ডেকেছিল বোর্ড। দলের ম্লান ফর্মের ম্যাচে তিনি ছিলেন না অতটা অনুজ্জলও। এরপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফরম্যান্স প্রদর্শন করে গেছেন। তারপরও জায়গা হয়নি উইন্ডিজ সিরিজের দলে।

তবে সাব্বিরের বাদ পড়ার কারণ হতে পারে অনেকগুলো! মাঠের পারফরম্যান্স তো ম্লানই, সাব্বিরের মাঠের বাইরের কীর্তিও যে ভালো নয় এযাবতকালে! সর্বশেষ আফগানিস্তান সিরিজেও বিশৃঙ্খলার জন্ম দিয়েছিলেন। দুইয়ে দুইয়ে চার মিলে যাওয়ায় অনেকবার দলে সুযোগ পাওয়া এই মারকুটে ব্যাটসম্যান এবার থাকছেন দর্শক হয়ে।

অন্যদিকে দুই টেস্ট খেলা মোসাদ্দেককে টেস্ট স্কোয়াডে না রাখার ‘জবাবদিহিতা’ খুব একটা করতে হবে না বোর্ডকে। মৌসুমের শেষদিকের ঘরোয়া ক্রিকেটেও ছিল না আহামরি পারফরম্যান্স। ইনজুরির সাথে সাম্প্রতিককালে লড়াইও করতে হয়েছে বেশ। এটিও হতে পারে মোসাদ্দেকের বাদ পড়ার কারণ।

এদিকে উইন্ডিজ সিরিজের স্কোয়াডের মাধ্যমে আবারও ডাক পেয়েছেন তিন ক্রিকেটার- কামরুল ইসলাম রাব্বি, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম। ডাক পেয়েছেন সিলেটের পেসার আবু জায়েদ চৌধুরী রাহীও, যিনি রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। রাহীর মত অনেকটাই নতুন শান্তও, তবে তার রয়েছে ‘হুট করে ডাক পেয়ে’ একটি টেস্ট খেলার অভিজ্ঞতা। রাব্বি আর শফিউলের টেস্টের অভিজ্ঞতা আছে ভালোই। উইন্ডিজের পেসবান্ধব উইকেটে এবার তাদের জ্বলে ওঠার প্রত্যাশা।

আরও পড়ুনঃ প্রবাসীদের সাথে সাকিবের ঈদ আড্ডা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শামির কাছ থেকে রাহীর ‘বোলিং টিপস’

প্রস্তুতি ম্যাচে দ্যুতি ছড়ালেন রিয়াদ, রাহী, মোসাদ্দেক

রাহীর অগ্নিঝরা বোলিং, বিপর্যয়ে মুশফিকরা

রাহী-মেহেদির বোলিং তোপে ১২২ রানে অলআউট আফগানিস্তান

ব্যাটিংয়ে উইন্ডিজ, রাহীর অভিষেক