Scores

উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে তিন বাংলাদেশি

আইসিসি প্রমীলা টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের সূচি নির্ধারিত হয়ে গেছে। এরই পরিকল্পনার অংশ হিসেবে এবার ১৩ সদস্যের উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড ঘোষণা করেছে আইসিসি, যে দলের সদস্যরা আগামী ১৫ থেকে ২১ জুলাই ইংল্যান্ডে দেশটির সুপার লিগের দলগুলোর বিপক্ষে লড়বেন।

উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে তিন বাংলাদেশি

এই সূচিতে অনুষ্ঠিত হবে মোট পাঁচটি ম্যাচ। র‍্যাংকিংয়ের আটের বাইরে থাকা দলগুলোকে আরও প্রতিদ্বন্দ্বী করে তোলার লক্ষ্যে যৌথভাবে এমন উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড ইসিবি।

Also Read - আইপিএল থেকে অবসরের ইঙ্গিত ধোনির


১৩ সদস্যের ঐ স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটারও। এঁরা হলেন- জাহানারা আলম, খাদিজা-তুল-কুবরা ও বাঘিনীদের অধিনায়ক রুমানা আহমেদ। স্কোয়াডে দুজন করে খেলোয়াড় রয়েছেন আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউ গিনি এবং উগান্ডার। এছাড়াও স্কটল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের রয়েছেন একজন করে ক্রিকেটার।

আইসিসির প্রমীলা ক্রিকেট কমিটির সভাপতি এবং ইংল্যান্ডের প্রমীলা ক্রিকেটের পরিচালক ক্ল্যার কনোর বলেন, আমরা আশা করি টি-২০ বিশ্বকাপ বাছাইয়ের পর গ্লোবাল ডেভেলপমেন্ট দল আমাদের সুপার লিগের দলগুলোর সঙ্গে খেলার মাধ্যমে সহযোগী দেশগুলোর খেলোয়াড়দের সুযোগ প্রদান করবে। ইউরোপীয় অতিথিসহ উগান্ডা, পাপুয়া নিউ গিনি ও বাংলাদেশের প্রতিনিধিদের স্বাগত জানাতে মুখিয়ে আছি আমরা।’

একনজরে সূচি-

মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮-
উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড বনাম সাড়ে স্টার্স
ভেন্যু: নিউ ম্যাল্ডেন
ম্যাচ: (দুটি) স্থানীয় সময় ১০.৩০ ও ১৫.০০

বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮-
উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড বনাম লাফবোরো লাইটনিং
ভেন্যু: হ্যাসল্গ্র্যাভ, লাফবোরো
ম্যাচ: (দুটি) স্থানীয় সময় ১০.৩০ ও ১৪.৩০

শুক্রবার, ২০ জুলাই ২০১৮-
উইমেনস গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড বনাম ওয়েস্টার্ন স্টর্ম
ভেন্যু: বাথ সিসি
ম্যাচ: (একটি) স্থানীয় সময় ১৪.৩০

স্কোয়াড: জাহানারা আলম, খাদিজা-তুল-কুবরা ও রুমানা আহমেদ (বাংলাদেশ), গ্যাবি লুইস ও লাকি ও’রেইলি (আয়ারল্যান্ড), স্টেয়ার ক্যালিস ও হিদার সিজার্স (নেদারল্যান্ড), কাইয়া আরুয়া ও রাভিনি ওয়া (পাপুয়া নিউ গিনি), জেরট্রাদ ক্যানডিরু ও ইম্যাকুলেট নাকিসুয়ি (উগান্ডা), সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), এশা ওযা (সংযুক্ত আরব আমিরাত)।

হেড কোচ: সিন ট্রৌ, মেন্টর: মার্ক লেন।

আরও পড়ুনঃ আইসিসির ক্রিকেট কমিটিতে তিন পরিবর্তন

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডিজিটাল যুগে এনালগ আইসিসি, বাংলাদেশি ভক্তদের সাথে নির্মম ঠাট্টা

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০১৯

জিম্বাবুয়ের বিপক্ষে লঙ্কান টেস্ট দল ঘোষণা

বিশ্বকাপে বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা

চারদিনের টেস্ট নিয়ে রুট-ডু প্লেসির মন্তব্য