
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘ ছয় মাস পর টেস্ট দলে ফিরলেন দলটির নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন।

কনুইয়ের চোটের কারণে এতদিন খেলেননি উইলিয়ামসন। আইপিএলের আগে চোট থেকে সেরে উঠেছেন তিনি। যে কারণে টেস্ট দলে তাঁর ফেরা অনুমেয়ই ছিল। তবে ইংল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ হয়তো খেলবেন না এই কিউই অধিনায়ক।
উইলিয়ামসনের সঙ্গে ইংল্যান্ডে পৌঁছাতে বিলম্ব হতে পারে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ডেভন কনওয়ে ও ড্যারেল মিচেলের। ২০ সদস্যের প্রাথমিক দলে নতুন মুখ হিসেবে রয়েছেন মাইকেল ব্রেসওয়েল, ক্যামেরন ফ্লেচার, ব্লেয়ার টিকনার ও ড্যাকব ডাফি।
নেদারল্যান্ডসের বিপক্ষে রঙিন পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্রেসওয়েলের। এবার অপেক্ষা সাদা পোশাকের ক্রিকেটে অভিষেকের। ফ্লেচারকে প্রাথমিক দলে রাখা হয়েছে উইকেটকিপার টম ব্লান্ডেলের বিকল্প হিসেবে।
দীর্ঘ সাত বছর পর টেস্ট দলে ফিরেছেন হামিশ রাদারফোর্ড। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি। অবশ্য এটিই চূড়ান্ত স্কোয়াড নয়। মূল টেস্ট শুরু হওয়ার আগেই ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে।
দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি শুরু হবে ২ জুন, লর্ডসে। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
২০ সদস্যের প্রাথমিক দল –