Scores

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে টুইটারে নিন্দা ও সমালোচনা

সাদামাটাভাবে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের দ্য মল এ হয়ে গেল ২০১৯ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। মাত্র এক ঘণ্টা ব্যাপ্তির এই উদ্বোধনী অনুষ্ঠান দেখে যেন মন ভরেনি অনেক দর্শকের। আর তাই তাদের কণ্ঠে ঘুরেফিরে আসছে ২০১১ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের কথা, যার আয়োজক ছিল বাংলাদেশ।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে টুইটারে নিন্দা ও সমালোচনা

২০১১ বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। সেই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব পড়েছিল বাংলাদেশের কাঁধেই। চোখ ধাঁধানো আয়োজনে সেবার বাংলাদেশের আয়োজন সবার নজর কেড়ে নেয়।

Also Read - স্বাগতিকদের বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ


এবারের ম্যাড়মেড়ে আয়োজন দেখে তাই টুইটারে অনেকে সেই জমকালো আয়োজনের স্মৃতিচারণ করেছেন। কারো মতে, অনেক ক্রিকেট বা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠানও আরও জমজমাট হয়। কোনো ভক্ত আবার এবারের আয়োজনকে বিশ্বকাপ উদ্বোধনের সবচেয়ে বাজে আয়োজন বলে আখ্যায়িত করেছেন।

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে করা আলোচিত কিছু টুইট।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক