Scores

উদ্বোধনী ম্যাচের অর্থ পুলওয়ামা হামলার ক্ষতিগ্রস্তদের দিলো চেন্নাই

শনিবার (২৩ মার্চ) পর্দা উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচে স্বাগতিকের ভূমিকায় ছিল চেন্নাই।

উদ্বোধনী ম্যাচের অর্থ পুলওয়ামা হামলার ক্ষতিগ্রস্তদের দিলো চেন্নাই

আর এই ম্যাচ আয়োজন করে যত টাকা আয় হয়েছে তার পুরো ভাগই চেন্নাই ডান করেছে পুলওয়ামা হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারকে।

গত মাসে কাশ্মীরের পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হামলায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হন, আহত হন আরও অনেকে। এই ঘটনার পর ভারত পাকিস্তান মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যায়। কাঁদা ছোঁড়াছুড়ির পাশাপাশি ঘটনার রেশ ছুঁয়ে যায় ক্রিকেট অঙ্গনকেও।

Also Read - জন্মদিনে সাকিবের উপহার হবে জয়!


এরই ধারাবাহিকতায় চেন্নাই এবার দাঁড়িয়েছে নিহত ও আহত জওয়ানদের পরিবারের পাশে।

চেন্নাই অবশ্য এই ঘোষণা আগেই দিয়েছিল। নিজেদের মাঠে খেলা প্রথম ম্যাচ থেকে প্রাপ্ত আয়ের সকল অংশই দান করা হবে পুলওয়ামা হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে- জানানো হয়েছিল কয়েকদিন আগেই।

শনিবার টস শেষে ম্যাচ শুরুর আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলের পক্ষ থেকে নিহত ও আহত ভারতীয় জওয়ানদের পরিবারকে ২ কোটি টাকা অর্থ সাহায্য তুলে দেন।
এদিকে সেনাদের সম্মানার্থে আইপিএলে এবার ছিল না উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যে বাজেট বরাদ্দ ছিল তা প্রদান করা হয়েছে বিভিন্ন বাহিনীর হাতে।

জানা গেছে, ১২তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ ছিল ২০ কোটি টাকা। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে ১১ কোটি টাকা, সিআরপিএফকে ৭ কোটি টাকা এবং নৌবাহিনী ও বায়ুসেনাকে ১ কোটি টাকা করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনাদের হাতে ঐ টাকা তুলেও দিয়েছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।

 

পুলওয়ামায় নিহত জওয়ানদের শহীদ আখ্যা দিয়ে বিসিসিআইয়ের পক্ষে বিনোদ রাই বলেন, ‘আমরা প্রতিষ্ঠানের তরফে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিই৷ সেই অর্থ শহীদ জওয়ানদের পরিবারের জন্য আমরা উত্‍‌সর্গ করলাম।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়