Scores

উন্মোচিত হল বাংলাদেশের ‘নাম-নম্বর’ সম্বলিত টেস্ট জার্সি

ক্রিকেটের আধুনিকায়নের সাথে সাথে বেশ বদলে গেছে টেস্ট ক্রিকেট। সাম্প্রতিক সময়ে ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটের বেশ কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। এর মধ্যে একটি ছিল জার্সির পেছনে নাম ও নম্বরের প্রচলন।

নতুন টেস্ট জার্সি পরিহিত অবস্থান সাকিব আল হাসান।

এতদিন সীমিত ওভারের ক্রিকেটে খেলোয়াড়দের জার্সির পেছনে নাম ও নম্বর ব্যবহারের প্রচলন থাকলেও এমনটি ছিল না টেস্ট ক্রিকেটে। তবে অনেক ক্রিকেট বোদ্ধাই দীর্ঘদিন যাবত দাবি জানিয়ে আসছিলেন- সাদা পোশাকেও নাম-নম্বরের ব্যবহার জরুরী। তাদের দাবি মেনে আইসিসি টেস্ট ক্রিকেটেও জার্সি নম্বর ও খেলোয়াড়ের নাম যুক্ত করার নিয়ম করে।

Also Read - খুঁড়িয়ে খুঁড়িয়ে অনুশীলন করালেন আফগানিস্তান কোচ


টেস্ট জার্সিতে নাম ও নম্বর দেখা যাচ্ছে দ্বাদশ বিশ্বকাপের পর থেকে। ওয়ানডে বিশ্বকাপের পর শুরু হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের অংশ হয়েই সব দল গায়ে জড়াচ্ছে নাম-নম্বর সম্বলিত সাদা জার্সি। তারই ধারাবাহিকতায় এবার উন্মোচিত হল বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ জার্সিও।

৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। অবশ্য এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়ন যাত্রা শুরু হবে চলতি বছরের শেষদিকে ভারত সফরে।
তবে অন্যান্য দলগুলো যখন জার্সির পেছনে নাম-নম্বর ব্যবহার করছে, বাংলাদেশই বা পিছিয়ে থাকবে কেন? আর তাই মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) টাইগারদের নতুন জার্সি উন্মোচন করা হয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পর টাইগারদের টেস্ট জার্সির পেছনেও শোভা পেল খেলোয়াড়ের নাম ও নম্বর।

প্রসঙ্গত, অন্যান্য দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে নাম-নম্বরওয়ালা জার্সি পরা শুরু করলেও বাংলাদেশ আসন্ন আফগানিস্তান টেস্টেই গায়ে জড়াবে এই জার্সি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জোরালো হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিলের দাবি!

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম-মুমিনুলদের জন্যই পাকিস্তান দলে পরিবর্তন

আইসিসিকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ডের জয়

অসম্ভবের পেছনে ছুটছে দক্ষিণ আফ্রিকা