উমরানের প্রশংসায় পঞ্চমুখ নেহরা
ভারতের তরুণ পেসার উমরান মালিককে নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক ভারতীয় পেসার আশিস নেহরা। উমরানের গতি, মানসিকতা, চিন্তাধারা সবকিছু নিয়েই ব্যাপক প্রশংসা ঝরেছে নেহরার কণ্ঠে।

উমরানের প্রশংসায় পঞ্চমুখ নেহরা
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-12-02T00:00:25+06:00
আপডেট হয়েছে - 2022-12-02T00:00:25+06:00
খেলার সারসংক্ষেপ
ভারতের তরুণ পেসার উমরান মালিককে নিয়ে দারুণ উচ্ছ্বসিত সাবেক ভারতীয় পেসার আশিস নেহরা। উমরানের গতি, মানসিকতা, চিন্তাধারা সবকিছু নিয়েই ব্যাপক প্রশংসা ঝরেছে নেহরার কণ্ঠে।
উমরান মালিক। ছবিঃ গেটি ইমেজস
কিছুদিন আগেই শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হয়েও বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। সেমির ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। বিশ্বকাপ শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে নিউজিল্যান্ড চলে যায় ভারত। তবে সেই সিরিজে ছিলেন না দলের নিয়মিত সদস্যদের অনেকেই।
নিউজিল্যান্ড সিরিজে ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা ঠিকমত মাঠেই গড়ায়নি। ৬ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে ফল এসেছে। টি-টোয়েন্টি সিরিজটা ১-০ ব্যবধানে জিতলেও ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরে গেছে ভারত। তবে এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তির খাতাটাও একদম কম নয়।
ভারতের দুই ব্যাটার শুবমান গিল এবং শ্রেয়াস আইয়ার আলো ছড়িয়েছেন এই সিরিজে। একটি করে ফিফটি পেয়েছেন দুজনই, সাথে আছে ৪০ ছাড়ানো একটি ইনিংসও। এছাড়া পেসার উমরান মালিকও বেশ ভালো বোলিং করেছেন কিউইদের বিপক্ষে। গতির ঝড় তুলে কিউই ব্যাটারদের বিপাকে ফেলেছেন, উইকেটও তুলেছেন। ওয়ানডে অভিষেকটা রাঙিয়েছেন ২ উইকেট তুলে নিয়ে। ভারতীয় তরুণ এই পেসারকে ঘিরে তাই দারুণ আশাবাদী আশিস নেহরা।
ভারতীয় একটি গণমাধ্যমের সাথে আলাপকালে নেহরা জানান, ‘কেবল এই সফরই নয়, যখন যেখানেই খেলেছে সেখানেই আলো ছড়িয়েছে উমরান। সবাই তাকে নিয়ে দারুণ রোমাঞ্চিত যার মূল কারণ তার গতি। সে কেবল ৪ ওভার বল করার জন্য অপেক্ষায় থাকে না। সে টি-টোয়েন্টি ক্রিকেটেই তার ক্যারিয়ার শুরু করেছে এবং বেশিরভাগ সময় ১৬-১৮, ২০ এসব ওভারে (ডেথ ওভারে) বোলিং করতে গেছে। সে তরুণ এবং সে গতিময়। সে এমন কেউ নয় যে নিজের ৮০-৮৫ শতাংশ দিয়ে খেলবে। সে এমন কেউ নয় যে কেবল টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই পড়ে থাকবে। এই যুগের ক্রিকেটে বিষয়টি দারুণ।’
আশিস নেহরা। ছবিঃ গেটি ইমেজস
সামনে উমরানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন নেহরা। তার মতে, সকল ফরম্যাটেই উমরান আলো ছড়াতে সক্ষম। সামনের কিছুদিন তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করেন নেহরা। সামনের দিনগুলোতে উমরান অনেকের নজর কাড়বেন বলেই বিশ্বাস নেহরার।
নেহরা বলেন, ‘আমরা দেখেছি টি-টোয়েন্টি ক্রিকেট কীভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। বেশিরভাগ ক্রিকেটারকেই দেখা যায় আগে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে এবং এরপর অন্যকিছু নিয়ে চিন্তা করতে। সেই দিক থেকে উমরান অন্যরকম। যে যত বেশি খেলবে তত বেশি ভালো করতে পারবে। সে পুরনো বলেও বেশ ভালো নিয়ন্ত্রণ দেখিয়েছে এবং নতুন বলে সে কেমন করে তা হতে যাচ্ছে দেখার বিষয়। এছাড়া নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট তাকে কীভাবে ব্যবহার করতে চায় সে বিষয়টির দিকেও খেয়াল রাখতে হবে। তার নিকট ভবিষ্যতের দিকেই সকলের নজর থাকবে, কোনো সন্দেহ নেই।’
উমরান মালিক। ছবিঃ গেটি ইমেজস
আন্তর্জাতিক ক্রিকেটে একদমই নতুন উমরান। ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন এখনও পর্যন্ত। উইকেট পেয়েছেন সর্বসাকল্যে ৫টি। তবে উমরানের গতিতে মুগ্ধ হয়েছেন সকলেই। এ কারণেই তার প্রশংসা ঝরছে সকলের কণ্ঠে। কিছুদিন রবি শাস্ত্রী এবং জহির খান জানিয়েছেন উমরানকে ঘিরে তাদের মুগ্ধতার কথা। এবার উমরানকে প্রশংসায় ভাসালেন নেহরা।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।