SCORE

সর্বশেষ

উসমান খাজার জুতা নিখোঁজ!

অস্ট্রেলিয়ার নাগরিক হওয়া সত্ত্বেও পেশাদারিত্বের কারণে নিজ ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদের সময়টাও বাংলাদেশে থাকছেন। দলের সাথে বর্তমানে আছেন চট্টগ্রামে। ঈদের দিন (শনিবার) সকালে ঈদের নামাজ আদায় করতে হাজির হয়েছিলেন ঈদগাহ ময়দানে। বিপত্তিটা ঘটল তখনই। ঈদগাহ মাঠ থেকে বের হয়ে দেখেন উধাও হয়ে গেছে জুতাজোড়া!

উসমান খাজার জুতা চুরি!

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজার সাথে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখন বাংলাদেশে। চট্টগ্রাম টেস্টকে সামনে রেখে ইতোমধ্যে ক্রিকেটাররা পৌঁছে গেছেন বন্দর নগরীতে। অস্ট্রেলিয়া দলের একমাত্র মুসলিম সদস্য উসমান খাজা। শনিবার চট্টগ্রামের দামপারা ঈদগাহ মাঠে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে শিকার হন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির।

Also Read - সৌম্যর পাশে আছেন তামিম

জানা গেছে, যে জায়গায় খাজা জুতা রেখেছিলেন, নামাজ শেষে সেই জায়গায় পাওয়া যায়নি সেটি। অনেক খোঁজাখুঁজি করেও হতে হয়েছে ব্যর্থ।

অতিথি ক্রিকেটারের জুতা খুঁজে পেতে বেশ গলদ্ঘর্ম হয়েছেন আশেপাশে উপস্থিত অনেকে। তবুও উধাও হয়ে যাওয়া জুতার হদিস মেলেনি শেষ পর্যন্ত।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ভোরে শুরু হচ্ছে ‘অ্যাশেজ সিরিজ’

মুশফিকের চোখে রিয়াদই সাকিবের বিকল্প

‘এই সময়টায় ফেইসবুকে কম যাওয়ার চেষ্টা করি’

মুশফিককে নিয়ে বোর্ড সভাপতির উল্টো দাবি!

বোলিংয়েই সব মনোযোগ তাইজুলের