Scores

এইচপি একাডেমীর ব্যাটিং কোচ হলেন ওয়াসিম জাফর

এবছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) খেলতে যখন ওয়াসিম জাফর বাংলাদেশে এসেছিলেন তখনই গুঞ্জন উঠেছিল তাকে কোচ হিসেবে নিয়োগ দিতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে সেই গুঞ্জন সত্য হলো, প্রাথমিকভাবে জাফরকে হাই পারফরম্যান্স একাডেমীর কোচের দায়িত্ব নেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। এই ভারতীয় সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেছেন।

ওয়াসিম জাফর @ক্রিকবাজ
ওয়াসিম জাফর @ক্রিকবাজ

 

ভারত জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার আবাহনী লিমিটেডের হয়ে প্রিমিয়ার লিগ খেলেছেন এবছর। ঐ দলেরই কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। জাফরের ব্যাটিং শৈলী দেখে সব্যসাচী এই ক্রিকেট ব্যক্তিত্ব এতই মুগ্ধ যে তাকে জাতীয় দলের কোচ হওয়ার জন্য বোর্ডের কাছে প্রস্তাব দিয়েছিলেন।

Also Read - ‘অলআউট’ দলের কেউ নিতে পারেননি ১ রানও!


তবে জাতীয় দলের না হলেও, বিসিবির হাই পারফরম্যান্স একাডেমীর দায়িত্ব দেয়া হয়েছে ৪১ বছর বয়সী এই সাবেক ভারতীয় ব্যাটসম্যানকে। একাডেমীতে জাফর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল, ‘এ’ দলের সাথে নিয়মিত কাজ করবেন। প্রয়োজনে জাতীয় দলের সিনিয়র ব্যাটসম্যানদের সাথেও কাজ করবেন তিনি।

ডিপিএল চলাকালীন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকারকে জাফর সাহায্য করার কথা উঠে এসেছিল। টানা রান খরায় থাকা সৌম্য পরামর্শ নিয়েছিলেন জাফরের। সাতক্ষীরার এই ওপেনারের ভাষ্যমতে, ‘ওয়াসিম জাফর অনেক বড় খেলোয়াড়, যার নামের পাশে প্রথম শ্রেণি ও অন্যান্য ক্রিকেট মিলে ৪০ হাজারের মতো রান। তার প্রচুর বড় ইনিংস রয়েছে। তার সঙ্গে কথা বলেছি। তিনি কিভাবে লম্বা ইনিংস খেলেন, সেটা করতে কি ধরণের শারীরিক-মানসিক প্রস্তুতি লাগে, সেগুলো নিয়ে আলাপ করেছি।’

ভারত জাতীয় দলের হয়ে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান বিচারে ওয়াসিম জাফর এক সফল ক্রিকেটারের নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ হাজারেরও বেশি রান আছে ভারতীয় এই টপ অর্ডার ব্যাটসম্যানের, আছে ৫৭টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ-সেঞ্চুরি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতীয় ক্রিকেটারের সেরা একাদশে কোহলি নেই, আছেন সাকিব

ক্রিকেট থেকে অবসর নিলেন টাইগারদের গুরু

৭৫-৮০টি ওয়ানডে শতক পাবেন কোহলি!

শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের সঙ্গী হচ্ছেন ওয়াসিম জাফর

সৌম্যকে যেভাবে সাহায্য করেছেন জাফর