Scores

এইচপি ক্যাম্পে ডাক পেলেন ইয়াসিন মিশু

মাসখানেক আগে ২৩ সদস্য নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প। এই ক্যাম্পে নতুন করে ডাক পেয়েছেন ডানহাতি পেসার ইয়াসিন আরাফাত মিশু।

গত ১৮ মে থেকে শুরু হয়েছিল এইচপি ইউনিটের অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ডাকা হয়েছিল ২৩ জন ক্রিকেটারকে। এইচপির এই ক্যাম্পটির কার্যক্রম চলবে ১৬ সপ্তাহব্যাপী।

Also Read - দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বাজে সূচনা


মূলত মার্চ ও এপ্রিল মাসব্যাপী চলা ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) ভালো পারফর্মারদের নিয়েই গঠন করা হয়েছিল এইচপি দল। যেখানে আবার নতুন নাম হিসেবে যুক্ত হয়েছেন সম্ভাবনাময় পেসার ইয়াসিন মিশু। আগামী রবিবার (১৬ জুন) থেকে ক্যাম্পে যোগ দেয়ার কথা রয়েছে ২০ বছর বয়সী এই তরুণের।

লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে ইনিংস সেরা বোলিংয়ের রেকর্ড রয়েছে তার দখলে। ৫টি লিস্ট এ ম্যাচ খেলে মিশু শিকার করেছেন ১০ উইকেট। যারমধ্যে একটি ম্যাচেই নিয়েছেন ৮ উইকেট। তার রেকর্ডগড়া ইনিংস সেরা বোলিং হল ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট। এছাড়া ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। ১১ ইনিংসে শিকার করেছেন ১৮টি উইকেট।

এইচপি স্কোয়াড: সাইফ হাসান, নাঈম শেখ, ইয়াসিন আরাফাত মিশু, ফারদীন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নাঈম হাসান, রবিউল হক, মানিক খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, হাসান মাহমুদ, ইরফান হোসেন ও শফিকুল ইসলাম।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি’

দাপুটে জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ‘এ’ দল

ইয়াসিনের বোলিং ঘূর্ণিতে উড়ে গেলো পূর্বাঞ্চল

‘মাশরাফি ভাইয়ের উইকেটটা গুরুত্বপূর্ণ ছিল’

প্রিমিয়ার লিগে রেকর্ড গড়লেন ইয়াসিন